E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাটে কালেক্টরেট কর্মচারিদের কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ

২০১৪ জুন ১০ ১৫:৪৭:০৪
বাগেরহাটে কালেক্টরেট কর্মচারিদের কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে কালেক্টরেট’র ৩য় শ্রেণীর কর্মচারিরা পদবী পরিবর্তন ও বেতন স্কেল বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। মঙ্গলবার বাগেরহাট কালেক্টরেট সহকারি সমিতির উদ্যোগে সকাল ১০টা থেকে দুপুর ০১টা পর্যন্ত অফিসিয়াল সকল প্রকার কার্যক্রম বন্ধ রেখে কর্মবিরতি পালন করে।

এসময় তারা কালেক্টরেট চত্তরে বিক্ষোভ মিছিল শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশ করে। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বাগেরহাট কালেক্টরেট সহকারি সমিতির সভাপতি দিদার আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক সরদার ফখরুল আলম, তুষার কান্তি বসু, শেখ রস্তম আলী, নীহার কান্তি ঘোষ, কাজী ফারুক আহম্মেদ, বিলকিছ আক্তার, অসিম কুমার বসু, সেখ হান্নান, সুনীল কুমার রায়, শেখ হাসিবুর রহমান, সেখ
সুলতান আলী , মো: মহারাজ হাওলাদার, মো. ইলিয়াছ আলী প্রমখ। সমাবেশে বক্তারা , দ্রুত তাদের দাবি-দাওয়ার বিষয়ে সংশিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন। তাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে উল্লেখ করা হয়।

(একে/এএস/জুন ১০, ২০১৪)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test