E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁয় আন্তঃজেলা ডাকাতদলের দুই সদস্য গ্রেফতার

২০১৬ আগস্ট ২৬ ১৫:৪৮:১৯
নওগাঁয় আন্তঃজেলা ডাকাতদলের দুই সদস্য গ্রেফতার

নওগাঁ প্রতিনিধি : শুক্রবার ভোরে নওগাঁ সদর মডেল থানার পুলিশ আন্তঃজেলা ডাকাতদলের দুই সদস্যকে গ্রেফতার করেছে। থানার অফিসার্স ইনচার্জ মোঃ তোরিকুল ইসলাম জানান, সম্প্রতি নওগাঁ শহরের বরুনকান্দি বাইপাস সড়ক এলাকায় ঘটে যাওয়া ছিনতাইয়ের ঘটনায় তদন্ত করতে গিয়ে এর সঙ্গে জড়িত ওই দুই ডাকাতকে গ্রেফতার করা হয়।

তারা ওই ঘটনায় নওগাঁ সদর থানায় বৃহস্পতিবার দ্রুতবিচার আইনে দায়েরকৃত ৪৯ নম্বর মামলার এজাহারভুক্ত আসামী। নওগাঁ সদর থানার ওসির তত্ত্বাবধানে পুলিশ শুক্রবার ভোরে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো, মৃত আব্দুর রাজ্জাক ওরফে নওয়াজ আলী কবিরাজের পুত্র মোঃ মিন্টু এবং মৃত রাধাচরন মালাকারের পুত্র চিত্তরঞ্জন মালাকার।

মোঃ মিন্টু পুলিশের কাছে তার চারটি ঠিকানা উল্লেখ করেছে। সেগুলো হচ্ছে উত্তর আলাইপুর নাটোর, বিলদহর সিংড়া নাটোর, উত্তর রাজাপুর রানীনগর নওগাঁ এবং রামরায়পুর সদর, নওগাঁ। চিত্তরঞ্জন মালাকারের বাড়ি নওগাঁ জেলার বদলগাছি উপজেলার কুশারমুড়ি গ্রামে।

সে নওগাঁ শহরের বাঙ্গাবাড়িয়া বিহারী কলোনী এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকতো। পুলিশ জানায় এরা দু’জন জয়পুরহাট, নওগাঁর রানীনগর এবং নাটোর জেলায় সংঘটিত বিভিন্ন ডাকাতি মামলার আসামী। শুক্রবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

(বিএম/এএস/আগস্ট ২৬, ২০১৬)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test