E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাটে যুদ্ধাপরাধী মামলার পলাতক আসামী গ্রেফতার

২০১৪ জুন ১১ ১২:০১:৪৮
বাগেরহাটে যুদ্ধাপরাধী মামলার পলাতক আসামী গ্রেফতার

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের কচুয়ায় মহান মুক্তিযুদ্ধ চলাকালে শাখারীকাঠি বাজারে গণহত্যা, ধর্ষণ ও অগ্নিসংযোগের অভিযোগে আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী মামলার অন্যতম পলাতক আসামী কুখ্যাত রাজাকার আব্দুল লতিফ তালুকদারকে (৬৫) পুলিশ গ্রেফতার করেছে।

বাগেরহাটের কচুয়া থানা পুলিশ বুধবার ভোর রাতে অভিযান চালিয়ে উপজেলার রাঢ়ীপাড়া গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেফতার করে।

পুলিশ জানায়, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালে কচুয়া উপজেলার শাখারীকাঠি বাজারে রাজাকাররা মুক্তিযোদ্ধা ও স্বাধীনতার স্বপক্ষের প্রায় দেড়’শ লোককে হত্যা, বাড়ি-ঘরে অগ্নিসংযোগ ও ধর্ষণের ঘটনা ঘটায়। এঘটনায় গত বছরের ২১ মে বাধাল ইউনিয়নের মসনি গ্রামের ওই গণ হত্যায় স্বজনহারা নিমাই চন্দ্র দাস বাদি হয়ে আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনালে ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২০/২৫ জনের নামে অভিযোগ দায়ের করে।

আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনাল অভিযোগটি গ্রহণ করে তদন্ত শেষে বাগেরহাট মহাকুমা রাজাকারের ডেপুটি কমান্ডার সিরাজ মাষ্টার, খান আকরাম হোসেন ও আব্দুল লতিফ তালুকদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ মো. ফকরুল আলম খান জানান, আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা পেয়ে অভিযান চালিয়ে কুখ্যাত রাজাকার আব্দুল লতিফ তালুকদারকে গ্রেফতার করা হয়। অন্য আসামীদের গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।

(একে/জেএ/জুন ১১, ২০১৪)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test