E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাটে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ৩ দোকানীকে অর্থদণ্ড

২০১৬ অক্টোবর ০৮ ১৮:৪২:৫০
বাগেরহাটে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ৩ দোকানীকে অর্থদণ্ড

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের দশানী এলাকায় অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুদ ও বিক্রির দায়ে তিন দোকানিকে ২০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার  দুপুরে বাগেরহাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ ইরফান উদ্দিন আহমেদ এ অর্থদন্ড দেন।

ইরফান উদ্দিন আহমেদ বলেন, দুপুরে শহরের দশানী ট্রাফিক মোড় এলাকায় অভিযান চালিয়ে ছাবেরা খানম, রেজাউল কবির ও মো. তারিক এর মালিকাধীন তিনটি ওষুধের দোকান থেকে বিপুল পরিমানের ফিজিশিয়ান্স স্যাম্পল ও ময়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদলত বসিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুদ ও বিক্রির দায়ে ভোক্তা অধিকার আইনে মো. তারিককে (জমজম ফার্মেসি) ১০ হাজার টাকা এবং ছাবেরা খানম ও রেজাউল কবিরকে ৫ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়।

(একে/এএস/অক্টোবর ০৮, ২০১৬)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test