E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাটে স্কুল শিক্ষককে পিটিয়েছে সন্ত্রাসীরা

২০১৬ নভেম্বর ০১ ১৮:১৭:০৪
বাগেরহাটে স্কুল শিক্ষককে পিটিয়েছে সন্ত্রাসীরা

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের চিতলমারীতে বিনয় কৃষ্ণ বিশ্বাস নামে এক স্কুল শিক্ষককে সোমবার রাতে বেধড়ক পিটিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। গুরুতর আহত অবস্থায় তাকে চিতলমারী হাসপাতালে ভর্তি করা হয়েছে । এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার ক্লাস বর্জন করে বিক্ষোভ কর্মসূচি দিয়ে মাঠে নেমেছে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি । 

চিতলমারী উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নেতারা জানান, উপজেলার বড়বাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বিনয় কৃষ্ণ বিশ্বাস সোমবার রাত ৮ টার দিকে স্কুলের একটি টিউবয়েলে হাত-মুখ ধুতে যান । এসময় কয়েকজন মুখোশধারী সন্ত্রাসী তার উপর হামলা চালিয়ে তাকে বেধড়ক পিটিয়ে গুরুতর করে করে ফেলে রেখে চলে যায়। পরে আশপাশের লোকজন ছুটে এসে সঙ্গাহীন অবস্থায় তাকে উদ্ধার করে চিতলমারী হাসপাতালে ভর্তি করে । খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার, থানার ওসি, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাসহ শিক্ষক সমিতির নের্তৃবৃন্দ রাতেই হাসপালে আহত ওই শিক্ষককে দেখতে যান ।

উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি হরেন্দ্র নাথ রানা ঘটনার নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে জানান, দ্রুত এ ঘটনায় জড়িত সন্ত্রাসীদের আটক ও দৃষ্টান্তমূলকর ব্যবস্থা না করা হলে ক্লাস বর্জন ও বিক্ষোভ সমাবেশ চলবে। চলতি জেএসসি পরিক্ষার হল নিয়ন্ত্রণের বিষয় নিয়ে ওই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতির সাথে মতানৈক্যের কারণে এ শিক্ষককে মারপিট করা হয়েছে বলে তিনি দাবি করেন ।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুর রহমান জানান, আহত শিক্ষক বিনয় কৃষ্ণের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। জেএসসি পরীক্ষার হল নিয়ন্ত্রণের বিষয় নিয়ে ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির সাথে বিরোধের সৃষ্টি হয়েছে। এরই জের ধরে ওই শিক্ষকের উপর হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে ।

চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার মো. আবু সাঈদ জানান, এ ঘটনার পেছনে কে বা কারা জড়িত বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহনের জন্য থানার ওসিকে নির্দেশ দেয়া হয়েছে। তবে, ওই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি এমএ খসরু ঘটনার সাথে তার জড়িত থাকার কথা অস্বীকার করেছেন ।

(একে/এএস/নভেম্বর ০১, ২০১৬)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test