E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘দেশের উন্নয়নে যুবকদের পরিশ্রম করতে হবে’

২০১৬ নভেম্বর ০১ ১৮:২৪:৩০
‘দেশের উন্নয়নে যুবকদের পরিশ্রম করতে হবে’

সালথা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের সালথা উপজেলার সুদক্ষ নির্বাহী অফিসার মোহাম্মাদ মোবাশ্বের হাসান বলেছেন, দেশের উন্নয়নে সরকারের পাশাপাশি যুবকদের পরিশ্রম করতে হবে। মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি মহোদয় একজন মমতাময়ী মা, তিনি যেমন করে সালথা-নগরকান্দাকে ভালবেসে, জনগনের মায়ায় পরে, পরিশ্রম দিয়ে একের পর এক উন্নয়ন করে আসছেন। তেমনি বর্তমান যুবকেরা দেশকে ভালবেসে মায়া করে পরিশ্রম দিয়ে উন্নয়নে সহযোগিতা করতে পারেন।

সংসদ উপনেতা তাঁর পরিশ্রমের জন্য সালথা উপজেলায় যে সব জিনিস আছে, দেশের অনেক উপজেলায় তা নেই। সালথায় যত উন্নয়ন হয়েছে, তা অনেক উপজেলায় হয়নি। সালথার যুবকরা পরিশ্রম করে সংসদ উপনেতার উন্নয়নে সহযোগিতা করবেন এটাই আশা করি। কারণ কঠোর পরিশ্রমের মাধ্যমে দেশের মায়ায় যুবকরাই পারে সরকারের স্বপ্ন পুরণ করতে।

সালথা উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে আজ সকাল ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উদযাপন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার এসব কথা বলেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সমবায় অফিসার মোঃ তোফাজ্জেল হোসেন, যুব উন্নয়ন অফিসার মোস্তফা আহসান কামাল, সমাজ সেবা অফিসার আব্দুল নোমান, উপজেলা পল্লী সমবায় ব্যাংক শাখার ব্যবস্থাপক রফিকুল ইসলাম, সাংবাদিক আবু নাসের হুসাইন, যুব সংগঠক সৈয়দ মাসুদ, আব্দুর রাজ্জাক খান প্রমুখ।

(এএনএইচ/এএস/নভেম্বর ০১, ২০১৬)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test