E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৭ জেলে অপহৃত

২০১৬ নভেম্বর ০৪ ১৫:৩৪:০১
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৭ জেলে অপহৃত

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের পূর্ব সুন্দরবনের তাম্বুলবুনিয়া এলাকা থেকে শুক্রবার সকালে মুক্তিপণের দাবিতে ৭ জেলেকে অপহরণ করেছে বনদস্যুতায় নামা সামছু বাহিনী নামের একটি নতুন বাহিনী। অপহৃত এসব জেলেদের কাছে মুক্তিপণ হিসেবে জনপ্রতি ২০ হাজার টাকা করে দাবি করেছে এই বনদস্যু বাহিনীটি।

অপহৃত জেলেদের পরিবার ও মহাজন সূত্র জানায়, পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের তাম্বুলবুনিয়া এলাকায় শুক্রবার সকালে মাছ শিকার করছিল জেলেরা। এ সময় সেখানকার জেলে বহরে হামলা ও লুটপাট চালায় নবগঠিত বনদস্যু সামছু বাহিনীর সদস্যরা। বনদস্যুরা জেলেদের ট্রলারে থাকা মাছ, জালসহ অন্যান্য মালামাল লুটে নেয়ার পাশাপাশি জনপ্রতি ২০ হাজার টাকা মুক্তিপণের দাবিতে ৭ জেলেকে অপহরণ করে সুন্দরবনের গহীন অরণ্যে নিয়ে যায়। অপহৃত জেলেদের বাড়ি বাগেরহাটের শরণখোলায়। অপহৃত জেলেদের মহাজন হচ্ছেন শরণখোলার জাকির দর্জি ও জাহাঙ্গীর মেম্বর বলে জানা গেছে।

জেলে অপহরণে বিষয়ে কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন অফিসার লে: এম ফরিদুজ্জামান বলেন, সুন্দরবন বিভাগ বা অপহৃত জেলেদের পরিবার ও মহাজনের পক্ষ থেকে আমাদের জানানো হয়নি। অপহরণের অভিযোগ পাওয়া মাত্রই দ্রুত উদ্ধার অভিযান শুরু করবে কোসাটগার্ড।

(একে/এএস/নভেম্বর ০৪, ২০১৬)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test