E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

উপকূলে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় নাডা, সর্বত্র আতঙ্ক

২০১৬ নভেম্বর ০৪ ১৮:৩২:৩৩
উপকূলে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় নাডা, সর্বত্র আতঙ্ক

বাগেরহাট প্রতিনিধি : বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘নাডা’ বাংলাদেশ উপকূলের দিকে ধেয়ে আসছে। আবহওয়া বিভাগের বুলেটিনে মংলা সমুদ্র বন্দর থেকে ঘূর্ণিঝড় নাডা মাত্র ৮৮৫ মাইল দূরে অবস্থান করছে। এমন খবরে সুন্দরবনসহ বাগেরহাট উপকূল জুড়ে আতংক ছড়িয়ে পড়েছে। ঘূর্ণিঝড় নাডার প্রভাবে সারাদিন ধরে বাগেরহাট জুড়ে হালকা বৃষ্টি হচ্ছে।

আবহাওয়া গুমোট আকার ধারণ করেছে। দিনভর মংলা বন্দর ও আউটারে পণ্যবোঝাই জাহাজ গুলোতে বৃষ্টির মধ্যে কাজ হলেও ভারী বৃষ্টি ও দমকা হাওয়া শুরু হলে রাত থেকে বন্দরে পণ্য ওঠানামার কাজ বন্ধ রাখা হবে হলে জানিয়েছে হারবার বিভাগ। মংলা বন্দর কর্তৃপক্ষ ঘূর্ণিঝড় নাডা মোকাবেলায় সব ধরণের প্রস্তুতি গ্রহণ করেছে।

বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগ এই পরিস্থিতিতে সুন্দরবনে অবস্থানরত দেশি-বিদেশি ইকো ট্যুরিস্টদের সন্ধ্যা থেকে সরিয়ে আনার কাজ শুরু করেছে। সুন্দরবন বিভাগের কর্মকর্তা কর্মচারি ও দুবলার চরের শুঁটকি জেলে পল্লীতে কয়েক হাজার জেলে বহরদারদের নিরাপদে থাকতে নির্দেশ নিয়েছেন।

পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের এসিএফ মোহাম্মদ হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, সন্ধ্যা থেকে সুন্দরবনের বিভিন্ন খালে আশ্রয় নিতে শুরু করেছে বঙ্গপসাগরে মাছ আহরণ করতে থাকা ফিসিং ট্রলারগুলো। এদিকে ঘূণিঝড় নাডা আঘাত হানার খবরে বাগেরহাটের উপকূল জুড়ে আতংক বিরাজ করছে।

(একে/এএস/নভেম্বর ০৪, ২০১৬)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test