E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ত্রিশালে মেয়র গোল্ডকাপ টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ৮ নং ওয়ার্ড

২০১৬ নভেম্বর ২৯ ১৮:৩৯:২৩
ত্রিশালে মেয়র গোল্ডকাপ টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ৮ নং ওয়ার্ড

মোস্তাফিজ নোমান : ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সভাপতি ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক এডভোকেট জহিরুল হক খোকা বলেছেন  যুব সমাজকে মাদকমুক্ত করতে মেয়র গোল্ডকাপ অগ্রনী ভূমিকা পালন করেছে। সমাজ থেকে মাদক, সন্ত্রাস, দুর্নীতি দূর করতে খেলাধুলার বিকল্প নেই। আমাদের তরুণ যুব সমাজকে সমাজ গঠনের হাতিয়ার হিসেবে তৈরি করতে সকলের চেষ্টা করতে হবে।

আজকের তরুণ আগামী দিনের ভবিষ্যত তাই এদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনর বাংলা গড়তে হবে। জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে রুপান্তরিক করার মাধ্যমে মধ্যম আয়ের দেশ হিসেবে উন্নীত করেছেন। আগামী প্রজন্মের যারা নেতৃত্বে দিবে তাদেরকে ডিজিটাল বাংলাদেশের কাঙ্খিত ফলাফল অর্জনের জন্য যুগপোযোগী হিসেবে গড়ে উঠতে হবে। বিকেলে ময়মনসিংহের ত্রিশালে ঐতিহাসিক নজরুল একাডেমীর মাঠে মেয়র গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান কালে এসব কথা বলেন।

ত্রিশাল পৌরসভার মেয়র এবিএম আনিছুজ্জামানের সভাপতিত্বে ফাইনাল খেলায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল, জেলা যুবলীগের সাবেক সভঅপতি ইউসুফ খান পাঠান, আকিজ গ্রুপের পরিচালক মোর্শেদ আলম, হেড অফ মার্কেটিং পিয়ার আহমেদ তুষার, জেলা আওয়ামীলীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক আহম্মদ আলী আকন্দ প্রমূখ। উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল কদ্দুছ, জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ন সম্পাদক নবী নেওয়াজ সরকার, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আনোয়ার হোসেন আকন্দ, ত্রিশাল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এএনএম শোভা মিয়া আকন্দ, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশরাফুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফন্নেছা রবিউটি, কাঠাল ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন কামাল, মুক্ষপুর চেয়ারম্যান আবুল কালাম, রামপুর চেয়ারম্যান নাজমুল সরকার প্রমুখ।

মেয়র গোল্ডকাপ ফাইনাল খেলায় ৮ নং ওয়ার্ড ট্রাইভেকার ১ গোলে ৭ নং ওয়ার্ডকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

(এমএন/এএস/নভেম্বর ২৯, ২০১৬)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test