E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন’র ৫৭ ধারা’র মামলা থেকে সাংবাদিককে অব্যহতি

২০১৬ নভেম্বর ২৯ ১৮:৫৫:২৫
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন’র ৫৭ ধারা’র মামলা থেকে সাংবাদিককে অব্যহতি

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারা’র মামলা থেকে সাংবাদিক কে অব্যহতি প্রদান করা হয়েছে। জানা যায়, ৭১ সংবাদ ডট কম ও দৈনিক জনতা হালুয়াঘাট উপজেলা প্রতিনিধি সাংবাদিক জোটন চন্দ্র ঘোষ এর নামে গত ১৬ জুন ২০১৫ইং তারিখে হালুয়াঘাট থানায় ইউ.এন.ও আব্দুল আওয়াল বাদী হয়ে ২০০৬ সালের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন এর ৫৭/১ ধারায় মামলাটি দায়ের করে, যাহার নং-১২/১২৮।

মামলাটি পরবর্তী সময়ে বদলী হয়ে সাইবার ট্রাইবুন্যালে প্রেরণ করে, যাহার নং- ১২৬। দীর্ঘ শুনানির পর গত ২৪ নভেম্বর সাইবার ট্রাইবুন্যাল আদালত এর বিজ্ঞ বিচারক কে.এম শামছুল আলম যুক্তিতর্ক উপস্থাপন শেষে উক্ত সাংবাদিক কে বেকসুর খালাস প্রদানের রায় প্রকাশ করেন। মামলাটি রাষ্ট্রপক্ষে পরিচালনা করেন পিপি মোঃ নজরুল ইসলাম শামীম এবং আসামীপক্ষের আইনজীবি ছিলেন এডভোকেট যোনাইত উল্লাহ শোয়েব।

(জেসিজি/এএস/নভেম্বর ২৯, ২০১৬)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test