E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বিলকুড়ালিয়া ভূমিহীন আন্দোলনের পুরোধা মুক্তিযোদ্ধা রানা মাষ্টার আর নেই

২০১৬ ডিসেম্বর ০২ ১৫:৩২:৩৮
বিলকুড়ালিয়া ভূমিহীন আন্দোলনের পুরোধা মুক্তিযোদ্ধা রানা মাষ্টার আর নেই

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : সারাদেশের মধ্যে বহুল আলোচিত পাবনার চাটমোহর উপজেলার বিলকুড়ালিয়া খাসজমি নিয়ে ভূমিহীন আন্দোলনের অগ্রনায়ক, সবার প্রিয় মানুষ, শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা কে এম আতাউর রহমান রানা (৬৫) আর নেই। বুধবার রাত সাড়ে দশটার দিকে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের রেলবাজার কুবিরদিয়ার গ্রামের নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।  মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, নাতী-নাতনী সহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুনগ্রাহী রেখে গেছেন।

তার মেঝো ছেলে নুরে আলম মঞ্জু জানান, দীর্ঘ ২২ বছর আন্দোলন সংগ্রামের পর বিলকুড়ালিয়ার খাসজমি ভূমিহীনদের মাঝে স্থায়ী বন্দোবস্ত দেয় সরকার।

বুধবার বিকেলে চাটমোহর উপজেলা পরিষদ চত্বরে ভূমিহীনদের মাঝে সেই খাসজমির কবুলিয়াতি দলিল হস্তান্তর অনুষ্ঠানে রাজশাহীর বিভাগীয় কমিশনার মো: আব্দুল হান্নান ভূমিহীনদের মাঝে দলিল হস্তান্তর করেন। সেখানে শেষবারের মতো ভূমিহীনদের পক্ষে বিজয়ের শ্লোগান দেন সবার প্রিয় মুখ রানা মাষ্টার। এরপর বাড়ি ফিরে রাত দশটার দিকে অসুস্থ্য বোধ করেন। রাতেই তাকে পাবনা জেনারেল হাসপাতালে নেয়ার পথে বাড়ির অদূরে শেষ নি:শ্বাস ত্যাগ করেন আতাউর রহমান রানা।

মুক্তিযোদ্ধা ও শিক্ষক রানা মাষ্টারের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাকে শেষবারে মতো দেখতে বাড়িতে ভীড় জমান বিভিন্ন শ্রেণীপেশার মানুষ। শোকে বাকরুদ্ধ রানা মাষ্টারের প্রিয় ভূমিহীনরা। বিলপাড়ের প্রতিটি বাড়িতে চলছে আহাজারী। বৃহস্পতিবার বাদ যোহর আড়াইটার দিকে কুবিরদিয়ার এম কে আর দাখিল মাদরাসা মাঠে রাষ্ট্রীয় সম্মান প্রদান ও জানাযা নামাজ শেষে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হবে।

এদিকে তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পাবনা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মকবুল হোসেন, পাবনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল হামিদ মাষ্টার, উপজেলা বিএনপি’র সভাপতি ও সাবেক এমপি কে এম আনোয়ারুল ইসলাম, রানা মাষ্টারের কৃতি ছাত্র নওগাঁর পুলিশ সুপার মোজাম্মেল হক পিপিএম, বিপিএম, চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা বেগম শেহেলী লায়লা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: মিজানুর রহমান, উপজেলা আওযামী লীগের সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন সাখো, উপজেলা চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরা, পৌর মেয়র মির্জা রেজাউল করিম দুলাল, সাবেক পৌর মেয়র প্রফেসর আব্দুল মান্নান, পাবনা প্রেসক্লাবের সভাপতি প্রফেসর শিবজিত নাগ, সম্পাদক আঁখিনূর ইসলাম রেমন, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুন, সাধারন সম্পাদক সঞ্জিত সাহা কিংশুক, উপজেলা ব্যবসায়ী সমিতির সভাপতি সাংবাদিক কে এম বেলাল হোসেন স্বপন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার এস এম মোজাহারুল হক, মথুরাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মকবুল হোসেন, পারখিদিরপুর হাইস্কুলের প্রধান শিক্ষক ও এলডিও’র সভাপতি আফতাব হোসেন প্রমুখ।

(এসএইচএম/এএস/ডিসেম্বর ০২, ২০১৬)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test