E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাতক্ষীরায় অস্ত্র, লিফলেট ও জিহাদি বইসহ শিবির নেতা ও তার সহযোগী আটক

২০১৬ ডিসেম্বর ০৭ ১৮:৫৯:৫০
সাতক্ষীরায় অস্ত্র, লিফলেট ও জিহাদি বইসহ শিবির নেতা ও তার সহযোগী আটক

সাতক্ষীরা প্রতিনিধি : আমেরিকান তৈরি পিস্তল, জিহাদী বই ও লিফলেটসহ সাতক্ষীরা জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি ও তার এক সহযোগীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। বুধবার ভোরে সাতক্ষীরা সদরের মাধবকাটি এলাকায় নাশকতার পরিকল্পনাকালে তাদেরকে আটক করা হয়। 

আটককৃতরা হলেন, সাতক্ষীরা শহরের ইটাগাছা এলাকার নুরুল ইসলামের ছেলে শিবির নেতা জাহিদুল ইসলাম বকুল (৩৫) ও সদরের মোচড়া গ্রামের সিরাজুল ঢালীর ছেলে শিবির নেতার সহযোগী বায়েজিদ ঢালী (২৫)।

গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাশেমী জানান, মাধবকাটি এলাকায় শিবির নেতারাসহ তার সহযোগিরা নাশকতার পরিকল্পনা করছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে সেখানে উপপরিদর্শক লুৎফর রহমানের নেতৃেেত্ব তাৎক্ষনিক অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে বাকিরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে একটি আমেরিকান তৈরি পিস্তল, কয়েকটি জিহাদী বই ও বেশকিছু লিফলেটসহ ছাত্র শিবিরের সাতক্ষীরা শাখার সাবেক সভাপতি জাহিদুল ইসলাম বকুল ও তার সহযোগী বায়েজিদকে আটক করা হয়। এসময় পরিস্থিতি বুঝে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় আরও ৫০/৬০ জন নাশকতাকারি।

এ ঘটনায় উপপরিদর্শক লুৎফর রহমান বাদী হয়ে আটক শিবির নেতা জাহিদুল ইসলাম বকুল ও তার সহযোগি বায়েজিদের বিরুদ্ধে অস্ত্র আইনে ও নাশকতার পরিকল্পনার অভিযোগে পৃথক দুটি মামলা দায়ের করেছেন।

আটককৃতদের বিরুদ্ধে নাশকতার অভিযোগে ৪টি মামলা রয়েছে। তাদেরকে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

(আরকে/এএস/ডিসেম্বর ০৭, ২০১৬)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test