E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গৌতমের বাড়ি পরির্দশনকরলেন ডা:আফম রুহুল হক এমপি

২০১৬ ডিসেম্বর ২২ ১৫:০১:৩৭
গৌতমের বাড়ি পরির্দশনকরলেন ডা:আফম রুহুল হক এমপি

সাতক্ষীরা প্রতিনিধি : সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা  সাংসদ ডা:আ.ফ.ম রুহুল হক বলেছেন, গৌতমকে নৃশংসভাবে হত্যার খবর পত্রিকায় পড়ে আমি আর বসে থাকতে পারিনি। আমি ছুটে এসেছি এখানে। এই হত্যার সাথে যারা জড়িত তাদের উপযুক্ত শাস্তি অবশ্যই হবে।

জননেত্রী শেখ হাসিনা সরকার থাকতে বাংলার মাটিতে কোন হত্যাকারির স্থান হবে না।

বাংলাদেশ আওয়ামী লীগ সন্ত্রাসের রাজনীতি করে না। আওয়ামী লীগ শান্তির রাজনীতি করে। বঙ্গবন্ধু হত্যার বিচার ৪০ বছর পরে বাংলার মাটিতে বাস্তবায়ন হয়েছে। এই হত্যার বিচারও হবে ইনশাল্লাহ। জননেত্রীর শেখ হাসিনার উপর বিশ্বাস রাখুন। দোষীদের শাস্তি সুনিশ্চিত। বুধবার সকালে সাতক্ষীরা সদর উপজেলার মহাদেবনগরে নৃশংস হত্যার স্বীকার কলেজ ছাত্র গৌতমের বাড়ি পরির্দশনকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বাংলাদেশে মুসলমানদের যেমন অধিকার রয়েছে। তেমনি সকল ধর্মের মানুষের অধিকার রয়েছে। টাকার জন্য যারা এই অঞ্চলকে কলঙ্কিত করেছে তাদের কোন রক্ষা নেই। যে কোন ধরনের অসুবিধা হলে আমাকে জানাবেন। আমি যেখানে থাকি না কেন আমাকে স্মরণ করলে আমি আপনাদের পাশে এসে দাঁড়াবো। এই হত্যাকারীদের বিচারের জন্য আমি স্বরাষ্ট্রমন্ত্রীসহ সকল স্তরে কথা বলবো।

এছাড়াও যে কোন ধরনের সহযোগিতায় আমার দুয়ার তোমাদের জন্য খোলা থাকবে। এসময় পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে বলেন, আপনারা খেয়াল রাখবেন যেন তারা ন্যয় বিচার পায়। কোন ভাবেই যেন হত্যাকারির পার পেয়ে না যায়। সাথে সাথে গৌতমের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনকে তৎপর থাকার আহব্বান জানান তিনি।

এদিকে ডা: আফম রুহুল হক এমপি গৌতমের বাড়ি পৌছালে তার পিতা গণেশ সরকারসহ তার স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। সাথে সাথে এলাকার আকাশ বাতাসে ছড়িয়ে পড়ে শোকের মাতম। গগনবিদারী কান্নায় ভারী হয়ে ওঠে এলাকা। গৌতমের পিতা কান্না জড়িত কণ্ঠে তার কলিজার টুকরা হত্যার বিচার দাবি করেন। এছাড়া এলাকায় এ ধরনের ন্যাক্কারজনক ঘটার বিচার দাবি করেন এলাকার সাধারণ মানুষ।

আইনের চোখ ফাঁকি দিয়ে যেন কোন আসামি পার পেয়ে না যেতে পারে তার জন্য সর্বাত্মক সহযোগিতার দাবি জানান তারা। এসময় উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, দেবহাটা উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুল আলম খোকন, সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান সেলিম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ হোসেন মোল্যা প্রমুখ।

উল্লেখ্য , গত ১৩ ডিসেম্বর রাতে সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা ইউপি সদস্য মহাদেবনগর গ্রামের গনেশ সরকারের ছেলে গৌতম সরকারকে টেলিফোনে ডেকে নিয়ে ১০ লাখ টাকা মুক্তিপণের দাবিতে বাড়ির পাশে একটি নির্জন জায়গায় মুখে গুলের কৌটা ঢুকিয়ে উলের টুপির উপর কসটেপ মেরে পিঠ মোড়া দিয়ে বাঁধার পর শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে লাশের ১২টি ইট বেঁধে পুকুরের পানিতে ডোবানোর পর বাঁশের খুটির সাথে বেঁধে রাখা হয়। এ ঘটনায় জনতা পাঁচজনকে আটক করে পুলিশে সোপর্দ করে। তাদের দুইজন হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণ করে।






(আরএনকে/এস/ডিসেম্বর ২২, ২০১৬)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test