E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাটে দু’গ্রুপের সংঘর্ষে আহত ২০

২০১৪ জুন ১৫ ২১:২০:৪৪
বাগেরহাটে দু’গ্রুপের সংঘর্ষে আহত ২০

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের চিতলমারীতে আওয়ামীলীগের দু’গ্রপের মধ্যে সাড়ে ৩ ঘন্টাব্যাপী সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছে। এসময় স্থানীয় বড়বাড়িয়া বাজারের ৫টি দোকান ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

চিতলমারি উপজেলার বড়বাড়িয়া মাধ্যামিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচনকে কেন্দ্র করে রবিবার দুপুর থেকে চলা এসংঘর্ষ বিকেলে বাগেরহাট থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে মর্হুর-মহু ফাকা গুলি বর্ষণ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। তবে পুলিশ ১০ রাউন্ড গুলি বর্ষনের কথা সাংবাদিকদের কাছে স্বীকার করেছে। ফের সংঘর্ষের আশংকায় সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষে উভয় গ্রুপের আহতদেরকে চিতলমারী ও গোপালগঞ্জের টুঙ্গিপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, চিতলমারী উপজেলার বড়বাড়িয়া মাধ্যামিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচনে স্থানীয় আওয়ামী লীগের খসরু আহম্মেদ ও মোস্তাক হোসেন সভাপতি পদে প্রতিদ্বন্দিতা করছেন। এ নিয়ে উভয় গ্রুপের মধ্যে সকাল থেকে উত্তেজনা ছড়িয়ে পড়ে।এনিয়ে রবিবার দুপুরে দু’গ্রপের লোকজন স্থানীয় বড়বাড়িয়া বাজারে লাঠি সোটা ও ঢাল-সড়কি নিয়ে মহড়া দেয়। এক পর্যায়ে বিবাদমান দুগ্রুপের মধ্যে সংঘর্ষ বেধেঁ যায়। সংঘর্ষে জড়িয়ে পড়ে দু’গ্রপের পক্ষে কয়েকশ গ্রামবাসি। দফায় দফায় সংঘর্ষ চলাকালে ৫/৬টি গুলির শব্দ শুনতে পেয়েছে এলাকাবাসি এমনটি জানিয়েছেন একাধিক প্রত্যক্ষদর্শী। তবে উভয় গ্রুপের মধ্যে গুলি বিনিময়ের বিষয়টি পুলিশ নিশ্চিত করতে পারেনি । এসময় বাজারের ৫ টি দোকান ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

সাড়ে ৩ ঘণ্টাব্যাপী থেমে থেমে সংঘর্ষে আহতদের মধ্যে মোস্তাক উকিল গ্রুপের মশিউর শেখ (২৭), আব্দুল হক উকিল (৩৫), আবু তালেব (৫৫), বাকিয়ার মোল্লা (২৬), দবির খান (৫০), এছানুর (২০), গাউছ উকিল (৫০), জাবের আলী (৪২), জাকির (৩৫), দুলাল (৩২), আমিনুর খান (৩৫)াাহত হয়েছে ।
এছাড়া খসরু আহম্মেদ গ্রুপের কুব্বত মোল্লা (৩৫), নুরুন্নবী (৩৪), আসিক (৩২) দিপুর (২০) নাম জানা গেছে। এ সংঘর্ষের খবর পেয়ে বাগেরহাটের সহকারী পুলিশ সুপার রিপন কুমার মোদক বাগেরহাট থেকে অতিরিক্ত পুলিশ নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে ।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলিপ কুমার জানান, চিতলমারী উপজেলার একটি বিদ্যালযের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এখবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ৮/৯ রাউন্ড ফাকা গুলি ছোড়ে। ফের সংঘর্ষের আশংকায় সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

(একে/এটিআর/জুন ১৫, ২০১৪)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test