E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

 সাতক্ষীরায় আধুনিক জুয়েলার্সে চুরির ঘটনায় দু’ আসামীর দু’ দিনের রিমাণ্ড মঞ্জুর

২০১৭ জানুয়ারি ১৭ ১৫:৩০:৫১
 সাতক্ষীরায় আধুনিক জুয়েলার্সে চুরির ঘটনায় দু’ আসামীর দু’ দিনের রিমাণ্ড মঞ্জুর

সাতক্ষীরা প্রতিনিধি :সাতক্ষীরা শহরের রাধানগর রোডে আধুনিক জুয়েলার্সে চুরির ঘটনায় গ্রেফতারকৃত তিন আসামীর মধ্যে নবাত আলী ও ওলিউর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য আদালত দু’ দিনের রিমাণ্ড মঞ্জুর করেছে ।

মামলার তদন্তকারি কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক আসাদুজ্জামানের সাত দিনের রিমাণ্ড আবেদন শুনানী শেষে মঙ্গলবার সাতক্ষীরার জ্যেষ্ট বিচারিক হাকিম প্রথম আদালতের ভারপ্রাপ্ত বিচারক হাবিবুল্লাহ মাহমুদ এ রিমাণ্ড মঞ্জুর করেন। অপর আসামী গোপী শঙ্করকে এক দিনের জন্য কারাফটকে জিজ্ঞাসাবদের নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে একই আদালতে মঙ্গলবার অদ্রি জুয়েলার্সে চুরির ঘটনায় মালিক গোপী শঙ্কর দে এর স্ত্রী লীনা দে এর দায়েরকৃত নালিশী অভিযোগটি এজাহার হিসেবে গণ্য করার জন্য সদর থানার ভারপ্রাপ্ত কর্মকতাকে নির্দেশ দিয়েছেন।

প্রসঙ্গত, চোর চক্রের সদস্যরা শুক্রবার দিবাগত রাতে সাতক্ষীরা শহরের রাধানগর রোডের অদ্রি জুয়েলার্স ও আধুনিক জুয়েলার্সের তালা, সিন্ধুক ও শোকেজ ভেঙে এক কোটি ৩৭ লাখ টাকার সোনার গহণা ও নগদ টাকা চুরি হয়। এ ঘটনায় শনিবার সকালে পুলিশ অদ্রি জুয়েলার্সের মালিক গোপী শঙ্কর দে, নৈশ প্রহরী অলিউর রহমান ও নবাত আলীকে আটক করে।

চুরির ঘটনায় আধুনিক জুয়েলার্সের মালিক সুভাষ রায় বাদি হয়ে শনিবার সকালে মামলা করেন। একই সময়ে পার্শ্ববর্তী অদ্রি জুয়েলর্সে সাত ভরি সোনার গহনা ও ১৪ হাজার নগদ টাকা চুরি হলেও পুলিশ মামলা না নেওয়ায় দোকান মালিকের স্ত্রী লীনা দে সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। এ ঘটনায় তিনি মঙ্গলবার আদালতে মামলা দায়ের করেন। তবে আধুনিক জুয়েলার্সে চুরির ঘটনায় এজাহারে নাম না থাকার পরও পুলিশ সন্দিগ্ধ আসামী হিসেবে অদ্রি জুয়েলার্সের মালিক গোপী শঙ্কর দে, রাধানগর সড়কের দক্ষিণ পাশের ব্যবসায়ি সংগঠণের নৈশ প্রহরী ওলিয়ার রহমান ও বকচরা গ্রামের নবাত আলীকে গ্রেফতার দেখিয়ে শনিবার আদালতে পাঠায়।

পরদিন তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য আদলাতে সাত দিনের রিমাণ্ড আবাদেন জানান মামলার তদন্তকারি কর্মকর্তা উপপরিদর্শক আসাদুজ্জামান।

।মামলার তদন্তকারি কর্মকর্তা উপপরিদর্শক আসাদুজ্জামান জানান, নবাত আলী ও ওলিউর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য যে কোন সময় কারাগার থেকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হবে। গোপী শঙ্করকেও যে কোন সময় কারাফটকে জিজ্ঞাসাবাদ করা হবে।



(আরএনকে/এস/জানুয়ারি ১৭, ২০১৭)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test