E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

হলহলিয়া খালে ব্রীজ নির্মাণের অভিযোগের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ 

২০১৭ মার্চ ০৭ ১৮:১৪:০১
হলহলিয়া খালে ব্রীজ নির্মাণের অভিযোগের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ 

মদন (নেত্রকোনা) প্রতিনিধি : হলহলিয়া খালের ব্রীজ নির্মাণে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও প্রেসক্লাবের সামনে এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

জানা যায়, নেত্রকোনার মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়নে ৭নং ওয়ার্ডের হলহলিয়া খালের উপর জনগণের দীর্ঘ দিনের দাবির প্রেক্ষিতে একটি ব্রীজ নির্মাণের কাজ শুরু হয়। এলাকার একটি কুচক্রী জামায়াত, বিএনপি পন্থী মহল ব্রীজটি যাতে নির্মাণ না হয় সে জন্য মিথ্যা অভিযোগ এনে একটি দরখাস্ত বিভিন্ন কর্তৃপক্ষের বরাবর প্রেরণ করে। ইতিপূর্বে উক্ত খালে ব্রীজ নির্মাণের মঞ্জুরি এলে এই মহলটির মিথ্যা অভিযোগে তা বন্ধ হয়ে যায়।

এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে উপজেলার ধুবাওয়াল ও কৃষ্ণপুর গ্রামের শতাধিক নারী-পুরুষ বিক্ষোভ মিছিল করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও প্রেসক্লাবের সামনে সমাবেশ করে। এলাকাবাসীর প্রাণের দবি ব্রীজ নির্মাণে বাধা প্রদানকারী চক্রটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে বক্তব্য রাখেন, তিয়শ্রী ইউপি চেয়ারম্যান ফখর উদ্দিন আহমেদ, ৭নং ইউপি সদস্য মোঃ মনোয়ার হোসেন তালুকদার, সাকেব ইউপি সদস্য আলাল উদ্দিন তালুকদার, আব্দুল রাজ্জাক তালুকদার, রেজাউল করিম, হাদিস মিয়া, রোমা আক্তার, কাশেম মুন্সি প্রমুখ। সমাবেশ শেষে এলাকাবাসীর একটি স্মারক লিপি নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসক বরাবর প্রেরণ করে।

(এএমএ/এএস/মার্চ ০৭, ২০১৭)

পাঠকের মতামত:

০৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test