E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

উল্লাপাড়ায় শিশু তামিম হত্যা মামলা তুলে নিতে পরিবারকে হুমকি

২০১৭ এপ্রিল ২৫ ১৫:০২:৪১
উল্লাপাড়ায় শিশু তামিম হত্যা মামলা তুলে নিতে পরিবারকে হুমকি

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচিত শিশু তামিম হত্যা মামলা তুলে নিতে পরিবারকে বিবাদী পক্ষরা ভয়ভীতি ও হুমকী প্রদর্শন করার অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি নিয়ে মামলার বাদি তামিমের পিতা জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে।

লিখিত অভিযোগ, থানা পুলিশ ও এলাকাবাসীদের সূত্রে জানা গেছে, চলতি বছরের ১০ফেবর্রুয়ারি উল্লাপাড়া উপজেলার চক পাঙ্গাসী গ্রামের সোলেমান হোসেনের শিশুপুত্র তামিম (৭) পাশের গ্রাম নরসিংহ পাড়ার নানার বাড়িতে বেড়াতে যায়। রাতেই তাকে বাড়ি থেকে তুলে নিয়ে নৃশংসভাবে খুন করে লাশ মাঠের মধ্যে সরিষা গাদার মধ্যে লুকিয়ে রাখা হয়। স্থানীয়রা লাশ দেখতে পেয়ে থানা পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে। এ ঘটনায় তামিমের পিতা পরের দিন উল্লাপাড়া থানায় অজ্ঞাত আসামী উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করে। থানা পুলিশ তামিম হত্যায় জড়িত থাকার সন্দেহে নরসিংহপাড়া গ্রামের ইউসুফ আকন্দের হাফিজুল ইসলাম (৩০), শুকুর আকন্দের ছেলে আব্দুল মান্নান আকন্দ (৪৫) ও তার ছেলে ফিরোজ মিয়া (২০) কে আটক করে। জিজ্ঞাসাবাদে এ হত্যার মূল রহস্যর কথা বর্ণনা করে।

আসামীর দেয়া তথ্যনুযায়ী চক পাঙ্গাসী গ্রামের আব্দুল হাই, তার সহদর ইকবাল হোসেন, জহুরুল ইসলামকে মামলার আসামী করা হয়। এরপর থেকে আলোচিত তামিম হত্যা মামলাটি তুলে নিতে আসামী পক্ষরা সোচ্চার হয়ে উঠে। চক পাঙ্গাসী গ্রামের চিহ্নিত সন্ত্রাসী বাহিনীর প্রধান জহুরুল ইসলাম, ইকবাল হোসেন, আবু সাইদ, আমিরুল ইসলাম, নূর প্রামানিক, উজ্জল হোসেনসহ বেশ কয়েকজন নেপথ্যে থেকে তামিমের পরিবারের উপর নানা ভাবে চাপ ও হুমকি দিতে শুরু করে। মামলা তুলে না নিলে তাদের জমি-জমা দখল করে নেয়া হবে, তাদেরকে অন্য মামলায় আসামী করা হবে বলে ভয়ভীতি প্রদর্শন করছে। এই ঘটনায় তামিমের পিতা সোলেমান হোসেন সার্বিক পরিস্থিতি উল্লেখ করে গত ১৮ এপ্রিল সিরাজগঞ্জ পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে তামিমের পিতা সোলায়মান হোসেন বলেন, আমার শিশু ছেলেকে তারা নির্মম ভাবে হত্যা করেছে। আসামীরা আমাকে টাকা পয়সা দিয়ে নানা ভাবে তাদের দেয়া নামীয় লোকদের বিরুদ্ধে হত্যা মামলা করতে চাপ দিয়েছিল। এই হত্যা মামলায় আসামী করায় তারা ক্ষ্রীপ্ত হয়েছে। আসামীরা আমাকে নানা ভাবে মামলা তুলে নিতে চাপ দেয়াসহ মামলাটি ভিন্নখাতে নেয়ার চেষ্টা করছে। তাদের ভয়ে আমি এখন পালিয়ে আত্মীয় বাড়িতে আশ্রয় নিয়েছি। পুলিশ আসামীদের না ধরায় তারা আমার পরিবারকে প্রকাশ্য হুমকি দিয়ে চলেছে।

মামলাটির তদন্ত কর্মকর্তা উল্লাপাড়া থানার এস আই সাচ্চু বিশ্বাস জানান, তদন্ত প্রায় শেষে পর্যায়ে। খুব শিঘ্রই আদালতে মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে বলে তিনি উল্লেখ করেন।এ বিষয়ে উল্লাপাড়া থানার ওসি দেওয়ান কউসিক আহমেদ জানান, মামলাটি ভিন্নখাতে প্রবাহিত করার কোন সুযোগ নেই। তদন্ত সঠিক ভাবে করার নির্দেষ দেয়া হয়েছে। আসামীদৈর গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যহত রয়েছে।

(এমএস/এএস/এপ্রিল ২৫, ২০১৭)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test