E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সিরাজগঞ্জে আম পাড়া নিয়ে সংঘর্ষ, আহত ১৫

২০১৭ মে ১৯ ২০:০১:৩৬
সিরাজগঞ্জে আম পাড়া নিয়ে সংঘর্ষ, আহত ১৫

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে পাঁচ নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উল্লাপাড়া পৌর এলাকার ঝিকিড়া সানদারপাড়ায় সোহেল গ্রুপ ও আবু তালেব গ্রুপের মধ্যে তিন দফা এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে  পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহতদের মধ্যে নয়ন জল (৪০), ঝন্টু হোসেন (৫০), আবু তালেব (৩২), সাথী বেগম (৪৫), সুলতানা বেগম (২৮), শিমলা খাতুন (১৮), এনামুল ইসলাম (১৮), শ্রাবণ (২৬), মাধুর্য (১৮), খোকা(৩০), সেতু খাতুন (১৭), মিতু খাতুন (২০) ও পামওয়েলকে (৩০) উল্লাপাড়ার স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় সাথী বেগম ও জন্টু হোসেনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উল্লাপাড়া পৌরসভার ৩নং ওয়ার্ড কমিশনার লেবু হোসেন জানান, বৃহস্পতিবার নয়ন জলের ছেলে আবু তালেব (৩২) প্রবাসী হান্নান হোসেনের আম গাছে থেকে আম পাড়ে। এ সময় হান্নানের কেয়ারটেকার সোহেল হোসেনের স্ত্রী সুলতানা বেগম (২৮) আবু তালেবকে বাধা দিলে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাধে। এ সময় সুলতানা বেগম আহত হন।

এ ঘটনার জের ধরে শুক্রবার সকালে আবু তালেবসহ নয়ন জলের সাত ছেলে এবং স্থানীয় কিছু ২০-২৫ জন লোক দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে সোহেল গ্রুপের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ইট-পাটকেল ও দেশীয় অস্ত্রের আঘাতে বহিরাগত সাথী বেগম ও ঝন্টুসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। উল্লাপাড়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।

উল্লাপাড়া মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (তদন্ত) আসলাম হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, আম পাড়াকে কেন্দ্র করে সোহেল গ্রুপ ও আবু তালেব গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওই এলাকায় পুলিশের টহল অব্যাহত রয়েছে।

(ওএস/এএস/মে ১৯, ২০১৭)


পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test