E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

লাউয়াছড়াতে পাচারকারীর হাত থেকে জব্দ করা সাপ অবমুক্ত

২০১৭ মে ২৪ ১৬:০৭:৩২
লাউয়াছড়াতে পাচারকারীর হাত থেকে জব্দ করা সাপ অবমুক্ত

মৌলভীবাজার প্রতিনিধি : আদালতের অনুমতিক্রমে পাচারকারীর হাত থেকে জব্দ করা তিন প্রজাতির ৪টি বিষধর সাপ অবশেষে মঙ্গলবার রাতে লাউয়াছড়া জাতীয় উদ্যানের জানকিছড়া বিটে অবমুক্ত করা হয়।

সাপগুলো হলো একটি দুধরাজ সাপ (Common Trinket Snake), একটি দেশি ধারাজ সাপ (Indian Rat Snake) এবং দুটি কালো গোখরা বা পদ্মগোখরা (Monocellate Cobra)।

মৌলভীবাজার বন্যপ্রাণি রেঞ্জ বুধবার (১৮ মে) বিকেলে শ্রীমঙ্গল উপজেলার পুটিয়াছড়া চা বাগান এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে ৩টি সাপ পাচারকারীরা আটক করে। আটককৃতরা হলেন রুবেল (২২), আনোয়ার (২২) ও নজরুল (২৫)। তাদের বাড়ি সুনামগঞ্জ জেলার সোনাপুর গ্রামে।

মৌলভীবাজার বন্যপ্রাণি রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) তবিবুর রহমান বলেন, আইনগত বিভিন্ন ধাপ পেরিয়ে আদালতের নির্দেশে চারটি সাপ লাউয়াছড়ার জানকিছড়ায় অবমুক্ত করা হয়েছে।

(একে/এএস/মে ২৪, ২০১৭)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test