E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নিয়ামতপুরে গুলিবিদ্ধ ৩ ডাকাত আটক

২০১৭ মে ২৬ ১১:৫৪:২৫
নিয়ামতপুরে গুলিবিদ্ধ ৩ ডাকাত আটক

নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় নিয়ামতপুরে ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় পুলিশের গুলিতে তিন ডাকাত গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধ তিন ডাকাতকে গ্রেফতার দেখিয়ে শুক্রবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তার করা হয়েছে।

এসময় ডাকাতদের কাছ থেকে তিনটি গরু, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

গুলিবিদ্ধ ডাকাতরা হলেন, জেলার মহাদেবপুর উপজেলার নাটশাল গ্রামের আব্দুল মজিদের ছেলে সাইফুল ইসলাম (৩৫), রাজশাহীর তানোর উপজেলার নড়িয়াল গ্রামের জগুল সোনারের ছেলে কামরুল ইসলাম (৪৫) এবং রাজশাহীর রাজপাড়া উপজেলার বহরমপুর গ্রামের সাবদুল শেখের ছেলে জিনারুল ইসলাম (৩২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কুন্তইল গ্রামের বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস সাত্তারের বাড়িতে শুক্রবার আড়াইটার দিকে ৭-৮ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এসময় প্রায় দেড় লাখ টাকা মূল্যের তিন গরু ট্রাকে করে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ঘটনাটি জানতে পেরে আব্দুস সাত্তার থানাসহ আশেপাশের গ্রামে মোবাইল ফোনে বিষয়টি জানান।

সংবাদ পেয়ে পুলিশ ডাকাতদলকে ধাওয়া করে উপজেলার শিবপুর বাজার এলাকায় থামতে বলে। এসময় ডাকাতদল ট্রাকটি থামিয়ে পালিয়ে যাওয়ার সময় পুলিশ গুলি চালালে তিন ডাকাত গুলিবিদ্ধ হয়। আরো ৪/৫জন ডাকাত পালিয়ে যায়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

এদের মধ্যে সাইফুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক। তিনজনকেই সকালে রামেকে স্থানান্তর করা হয়েছে। ডাকাতদের কাছ থেকে একটি ট্রাক ১টি ট্রাক (ঢাকা মেট্রো ১৪-৫২৮৬) তালা কাটার দেশীয় অস্ত্র ও তিনটি গরু উদ্ধার করে।

নিয়ামতপুর থানার ভরাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, পালিয়ে যাওয়া ডাকাতদের মধ্যে কমপক্ষে দুই ডাকাত গুলিবিদ্ধ হয়েছেন। আহতরা এখনও হাজিনগর ইউনিয়ন এলাকায় পালিয়ে আছে বলে ধারণা করা হচ্ছে। তাদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

ওসি আরো বলেন, এ ডাকাত চক্রটি নওগাঁ, রাজশাহী ও চাঁপাইনবাবগজঞ্জ জেলার বিভিন্ন থানায় চুরি-ডাকাতি করে থাকে বলে জানা গেছে। তাদের নামে বিভিন্ন থানায় চুরি, ডাকাতিসহ বিভিন্ন মামলা রয়েছে। এ ঘটনাতেও থানায় মামলা দায়ের হয়েছে।

(ওএস/এএস/মে ২৬, ২০১৭)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test