E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গাজীপুরে দোকান কর্মচারী খুন, মালিকসহ আটক ২

২০১৭ জুন ০১ ১০:৪৩:২৯
গাজীপুরে দোকান কর্মচারী খুন, মালিকসহ আটক ২

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীর খাঁ পাড়া রোড মোল্লাবাড়ি এলাকায় এক টাইলসের দোকানের এক কিশোর কর্মচারী খুন হয়েছে। নিহত তমাল (১৪) শেরপুর সদরের তিরশা গ্রামের সোহরাব আলীর ছেলে।

এ ঘটনায় তমালের মা হুজুরা বেগম টঙ্গী থানায় লিখিত অভিযোগ দায়েরর পর দোকান মালিক মো. আহসান উল্লাহ (৩২) ও তমালের বন্ধু নাজমুল মিয়াকে (১৪) আটক করেছে পুলিশ।

নিহতের ভাই আপন বাবু জানান, স্থানীয় বাদশা মিয়ার বাড়িতে ভাড়া থেকে তমাল টঙ্গীর খাঁ পাড়া উত্তর আউচপাড়া এলাকার আহসান উল্লাহর টাইলসের দোকানে কর্মচারী হিসেবে কাজ করত। প্রতিদিন রাত ১০টা-১১টার মধ্যে সে বাসায় ফিরত। বুধবার রাত ১০টার দিকে দোকান বন্ধ করে বাসার উদ্দেশে বের হয়। রাত ১১টার দিকেও সে বাসায় না ফেরায় তার মোবাইল ফোনে কল করলেও তা রিসিভ করছিল না কেউ।

রাত সোয়া ১১টার দিকে তমালের বন্ধু নাজমুল ও দোকান মালিক আহসান উল্লাহ খবর দেয় স্থানীয় সাবেক কাউন্সিলর নাসির উদ্দিন মোল্লার নির্মাণাধীণ ভবনের এক কোণায় অচেতন অবস্থায় তমাল পড়ে আছে। পরে এলাকাবাসী ও তার স্বজনরা তাকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে রাতেই তমালের মা হুজুরা বেগম বাদী হয়ে আহসান উল্লাহকে প্রধান আসামি করে এবং অজ্ঞাত আরো ১০-১২ জনকে আসামি করে লিখিত অভিযোগ দায়ের করেন। তবে একটি প্রভাবশালী মহল আটকদের ছাড়িয়ে নিতে তদবীর করছেন। বৃহস্পতিবার সকালেও মামলাটি এন্ট্রি হয়নি।

আটক আহসান সাংবাদিকদের জানান, রাত ১০টার দিকে দোকান বন্ধ করে দুইজন যার যার মত চলে যাই। রাত সোয়া ১১টার দিকে আমার বন্ধু আবু ববকর ফোন করে জানান, দোকান কর্মচারী তমাল ওই ভবনের নিচে পড়ে আছে।খবরটি তার স্বজনদের জানিয়ে ঘটনাস্থলে যাই। এছাড়া আমি আর কিছু জানি না।

টঙ্গী থানার এসআই মো. ছিদ্দিকুর রহমান জানান, নিহত তমালের মাথায় জখমের চিহ্ন রয়েছে। তার মরদেহ টঙ্গী হাসপাতাল মর্গে রয়েছে। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সকালেও মামলা এন্ট্রি হয়নি তবে প্রক্রিয়াধীন।

(ওএস/এএস/ জুন ০১, ২০১৭)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test