E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁর আখড়াবাড়িতে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ

২০১৭ জুলাই ০৭ ১৫:৪০:৫৩
নওগাঁর আখড়াবাড়িতে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ

নওগাঁ প্রতিনিধি : ব্যাপক উৎসবমুখর পরিবেশে এই প্রথম নওগাঁ শহরের ঐতিহ্যবাহী শ্রীশ্রী রাধা-গোবিন্দ জিঁউ ঠাকুরবাড়ির (আখড়াবাড়ি) ত্রি-বার্ষিক মেয়াদী কমিটি গঠনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একটানা ভোট গ্রহন চলে। সকাল থেকেই নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তবে দীর্ঘ ব্যালট পেপারে পছন্দের ২৪ জন প্রার্থীকে বেছে বেছে ভোট দিতে অনেক সময় লেগে যায়। বিশেষ করে নারী ভোটারদের একেকজনের অন্তত ২০ মিনিটেরও বেশী সময় লাগে। নির্বাচন পরিচালনা কমিটির ঐকান্তিক প্রচেষ্টায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহন সম্পন্ন করা হয়। শান্তি-শৃঙ্খলা রক্ষায় সেখানে প্রয়োজনীয় পুলিশ মোতায়েন করা হয়।

নির্বাচন পরিচালনা কমিটির প্রধান এ্যাডভোকেট পীযুষ কুমার সরকার ও শ্যামল দাস এবং প্রিজাইডিং অফিসার প্রতাপ কুমার সরকার জানান, আখড়াবাড়ির মোট ভোটার সংখ্যা ৫২৩ জন। এর মধ্যে নারী ভোটার ৮৩জন। পরিচালনা কমিটির ২৫টি পদের মধ্যে শ্রী পরিতোষ কুমার সাহা বিনা প্রতিদ্বন্দিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন। অপর ২৪টি পদে প্রতিদ্বন্দিতা করছেন ৫১জন প্রার্থী। ভোটারদের স্বতস্ফুর্ত উপস্থিতি ঠাকুর বাড়িতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে। তাদের মতে ভোট গ্রহন শেষে গননার পর ফলাফল ঘোষণা করতে অনেক সময় লেগে যাবে।

(ওএস/এসপি/জুলাই ০৭, ২০১৭)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test