E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

এমপি ইসরাফিলকে অভিনন্দন

২০১৭ জুলাই ২৬ ১৯:৩৮:৩৬
এমপি ইসরাফিলকে অভিনন্দন

নওগাঁ প্রতিনিধি : জাতিসংঘে প্রস্তাবিত গ্লোবাল কমপ্যাক্ট ফর সেফ, অর্ডারলি এ্যান্ড রেগুলার মাইগ্রেশনের কনসালটেশন পর্বের অংশ হিসেবে দু’দিনব্যাপী চতুর্থ থিমেটিক সেশনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করায় ইসরাফিল আলম এমপিকে তার নির্বাচনী এলাকা নওগাঁর আত্রাই-রানীনগরের মানুষ অভিনন্দন জানিয়েছেন।

বুধবার ওই দুই উপজেলার আওয়ামীলীগের নেতৃবৃন্দ স্বাক্ষরিত অভিনন্দন বার্তায় তারা তাদের প্রাণপ্রিয় নেতা ইসরাফিল আলমকে জননেত্রী শেখ হাসিনার আদর্শের সৈনিক উল্লেখ করে বলেন, ইসরাফিল আলম শুধু আত্রাই-রানীনগরের গর্ব নন। তিনি গোটা উত্তরাঞ্চলের গর্ব।

২৪ ও ২৫ জুলাই অনুষ্ঠিত জাতিসংঘে ৪র্থ থিমেটিক সেশনে বাংলাদেশ ডেলিগেশনের পক্ষে অংশ নেন মোঃ ইসরাফিল আলম এমপি ও মাহজাবিন খালেদ এমপি। প্যানেল-১ঃ- “টেকসই উন্নয়নের সকল ক্ষেত্রে অভিবাসীদের অবদান, অভিবাসী ও উন্নয়নের যোগসূত্র” প্রতিপাদ্য নিয়ে আলোচনায় অংশ নিয়ে মাহজাবিন খালেদ এমপি এসডিজি বাস্তবায়নের মাধ্যমে সামষ্টিক উন্নয়নের লক্ষ্যে নারী অভিবাসীদের উপার্জন সক্ষমতা বৃদ্ধি ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার কথা তুলে ধরেন।

প্যানেল-২ এর প্রতিপাদ্য ছিল, “টেকসই উন্নয়নের সকল ক্ষেত্রে অভিবাসী ও প্রবাসীদের অবদান, সহায়ক পরিকাঠামো নির্মান”। মোঃ ইসরাফিল আলম এমপি এই সেশনে অংশ নিয়ে প্রবাসী কমিউনিটির জন্য দেশে বিনিয়োগ বান্ধব পরিবেশ গড়ে তোলা এবং তাদের প্রেরিত রেসিট্যান্সের নিরাপত্তা বিধান, অভিবাসীদের অধিকার সংরক্ষন, বৈষম্য দূরীকরন, সামাজিক সুরক্ষা নিশ্চিতকরন এবং উন্নয়নের মূল ধারায় অভিবাসী ও প্রবাসী কমিউনিটিকে সম্পৃক্ত করতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।

(বিএম/এএস/জুলাই ২৬, ২০১৭)


পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test