E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সততা আন্দোলন এর শপথ নিলেন কলাপাড়া ভূমি প্রশাসনের কর্মকর্তারা

২০১৭ আগস্ট ০৩ ২২:৫৭:০৫
সততা আন্দোলন এর শপথ নিলেন কলাপাড়া ভূমি প্রশাসনের কর্মকর্তারা

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : “আমরা মানুষকে হয়রানী করবো না, সততার সাথে দায়িত্ব পালন করবো” এ অঙ্গীকার করে “সততা আন্দোলন” এর শপথ নিলেন পটুয়াখালীর কলাপাড়ার ভূমি প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা। বৃহস্পতিবার সকাল ১০টায় কলাপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সহকারী কমিশনার ভূমি বিপুল চন্দ্র দাস এর সঞ্চালনায় ব্যতিক্রমী এ শপথ পাঠ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম সাদিকুর রহমান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার। বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাব সভাপতি মেজবাহউদ্দিন মাননু, কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি নাসির উদ্দিন বিপ্লব, ধানখালী ইউনিয়ন তহশিলদার রফিকুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার ভূমি বিপুল চন্দ্র দাস বলেন, ভূমি কর্মকর্তা-কর্মচারীদের মানুষ সন্মানের চোখে দেখে না। মানুষের মনে তাঁদের নিয়ে নেতিবাচক মনোভাবের পরিবর্তন ঘটাতে হবে সেবার মান বৃদ্ধি করে। সততাই পারে ভূমি কর্মকর্তাদের এই সুনাম ফিরিয়ে দিতে। তাই কলাপাড়া থেকেই শুরু হলো আজ “ সততা আন্দোলন ” শ্লোগান।

অনুষ্ঠানের বিশেষ অতিথি পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার বলেন, উন্নত বিশ্বে “ঘুষ” কি তা জানেই না তারা। তাদের কাছেই কর্মই সব।

প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদার বলেন, কলাপাড়া ভূমি অফিসের এই ব্যতিক্রমী আয়োজন পযর্য়িক্রমে প্রতিটি সরকারি সেবামূলক দপ্তর উদ্যেগ নিলে কলাপাড়া হবে দূর্নীতিমুক্ত দেশের প্রথম মডেল উপজেলা।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম সাদিকুর রহমান বলেন, কলাপাড়া ভূমি অফিসের এই “সততা আন্দোলন” অভিযান যাতে উপজেলার প্রতিটি সরকারি দপ্তরে চালু করে এজন্য একযোগে সকল দপ্তরের অংশগ্রহনে এই সততা আন্দোলন কর্মসূচী চালু ও শপথ গ্রহনের ব্যবস্থা করতে খুব শীঘ্রই উদ্যেগ নেয়া হবে। অনুষ্ঠানে কলাপাড়ায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তা, সাংবাদিক ও সুশীল সমাজের লোকজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ভূমি অফিসের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

(এমকেআর/এএস/আগস্ট ০৩, ২০১৭)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test