E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গোবিন্দগঞ্জ নাগরিক কমিটির মানববন্ধন

২০১৭ সেপ্টেম্বর ২১ ১৮:১৫:৩৫
গোবিন্দগঞ্জ নাগরিক কমিটির মানববন্ধন

গাইবান্ধা প্রতিনিধি : মিয়ানমারের রোহিঙ্গা মুসলিমদের নির্মম নির্যাতন বন্ধ ও বাঁচার নিশ্চয়তা দিয়ে আন্তর্জাতিকভাবে আলোচনার মাধ্যমে রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নেয়ার দাবিতে গোবিন্দগঞ্জ উপজেলা চতুরঙ্গ মোড়ে আজ (বৃহস্পতিবার) সকালে এক মানববন্ধন কর্মসূচি পালন করে। গোবিন্দগঞ্জ নাগরিক কমিটি এই মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে।

গোবিন্দগঞ্জ নাগরিক কমিটির আহবায়ক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি উপজেলা শাখার সম্পাদক এমএ মতিন মোলøার সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের পাট ও বস্ত্র বিষয়ক সম্পাদক নাজমুল ইসলাম লিটন, বাসদ কেন্দ্রীয় নেতা ও গোবিন্দগঞ্জ রিপোর্টার্স ফোরাম সভাপতি রফিকুল ইসলাম রফিক, কমিউনিষ্ট পাটি উপজেলা সভাপতি তাজুল ইসলাম, জেএসডি উপজেলা সভাপতি আইয়ুব হোসেন, নাগরিক কমিটির যুগ্ন আহবায়ক ও স্বেচ্ছাসেবকলীগ উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মোয়াজ্জেম হোসেন আকন্দ প্রমুখ।

বক্তারা বলেন, মায়ানমারে রোহিঙ্গা মুসলিমদের বর্বরোচিত হামলা, অগ্নিসংযোগ ও নৃশংসভাবে গণহত্যা চালিয়ে অসহায় রোহিঙ্গাদের দেশ থেকে বিতাড়িত করছে। যেখানে মায়ের দুগ্ধ কোলের শিশু সন্তানও হায়েনার দল ওই দেশের সেনাবাহিনীর হাত থেকে রক্ষা পায়নি। তারা এইসব নিস্পাপ শিশুকেও হত্যা করে। এতেই শুধু ক্ষান্ত হয়নি মিয়ানমার সরকারের সেনাবাহিনী গণহারে ধর্ষণ করে রোহিঙ্গা মুসলিম নারীদের। প্রাণ ভয়ে লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে এসে আশ্রয় নেয়। তাই বক্তারা মায়ানমারের রোহিঙ্গা মুসলিমদের নির্মম নির্যাতন বন্ধ ও বাঁচার নিশ্চয়তা দিয়ে আন্তর্জাতিকভাবে আলোচনার মাধ্যমে রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নেয়ার দাবী জানান।


(এইচআইবি/এসপি/সেপ্টেম্বর ২১, ২০১৭)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test