E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁয় ‘শুদ্ধ বাংলা, শুদ্ধ উচ্চারণ’ নিয়ে সমাবেশ

২০১৮ ফেব্রুয়ারি ০৮ ১৬:৫৩:৫২
নওগাঁয় ‘শুদ্ধ বাংলা, শুদ্ধ উচ্চারণ’ নিয়ে সমাবেশ

নওগাঁ প্রতিনিধি : ‘শুদ্ধ বাংলা, শুদ্ধ উচ্চারণ’ এই প্রতিপাদ্য নিয়ে স্থানীয় সামাজিক সংগঠন একুশে পরিষদ নওগাঁ জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র সমাবেশের আয়োজন করে।

তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকাল ১০টায় শহরের জনকল্যাণ মডেল উচ্চ বিদ্যালয়ে ছাত্র সমাবেশের আয়োজন করা হয়।

এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোকশেদ আলী মন্ডলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, একুশে পরিষদের উপদেষ্টা ডা. ময়নুল হক দুলদুল, বিদ্যালয়ের শিক্ষক মর্তুজা বশির, নীলিমা মন্ডল, একুশে পরিষদের সহ-সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন লিটন, নাইস পারভীন, সাংগঠনিক সম্পাদক বিষ্ণু কুমার দেবনাথ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুর রউফ পাভেল প্রমুখ।

সভায় বক্তারা বাংলায় শুদ্ধ ও সঠিকভাবে লিখার এবং উচ্চারণ করার চেষ্টার জন্য সকলের আন্তরিকভাবে নজর দেয়ার অনুরোধ জানান।

ভাষার মাস উপলক্ষে নওগাঁর সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদ মাসব্যাপী এই শুদ্ধ বাংলা উচ্চারণের কর্মসূচি জেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ধারাবাহিক ভাবে প্রচারনা চালিয়ে আসছে। সমাবেশে বক্তারা মহান ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী শহীদদের আত্মকথা তুলে ধরেন।

(বিএম/এসপি/ফেব্রুয়ারি ০৮, ২০১৮)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test