E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নির্বাচনে জামায়াত-বিএনপির কবর রচিত হবে : শেখ হেলাল

২০১৮ ডিসেম্বর ২২ ২০:৪২:১১
নির্বাচনে জামায়াত-বিএনপির কবর রচিত হবে : শেখ হেলাল

বাগেরহাট ও মোরেলগঞ্জ প্রতিনিধি : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের খুলনা বিভাগীয় প্রধান সমন্বয়কারি ও ভ্রাতুষ্পুত্র শেখ হেলাল উদ্দিন এমপি বলেছেন, আগামী ৩০ ডিসেম্বরের নির্বাচনে জামায়াত বিএনপির কবর রচিত হবে। ১৯৭০ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের যে বিজয় হয়েছিল একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলার মানুষ ধানের শীষকে বাংলার মাটি থেকে বিদায় দিবে । নৌকার জোয়ারে ধানের শীষ ভেসে যাবে।

বাগেরহাট - ৪ (মোরেলগঞ্জ ও শরণখোলা) আসনের নৌকার প্রার্থী ও বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ডা. মোজাম্মেল হোসেনের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে শেখ হেলাল আরও বলেন, গত ১০ বছরে দেশের অকল্পনীয় উন্নয়ন করেছে আওয়ামী লীগ। মৃতপ্রায় মোংলা বন্দরকে সচল করেছে।

খানজাহান আলী বিমান বন্দর, খুলনা-মোংলা রেলপথ, সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কসহ বাগেরহাটে হাজার হাজার কোটি টাকার উন্নয়নমূলক কাজ করেছে। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে সকলে নৌকায় ভোট দিবেন। নৌকায় ভোট দিলে পদ্মা সেতুর বদৌলতে বাগেরহাট, খুলনা, যশোর পরিনত হবে শিল্প শহরে। পানগুছি নদীতে ব্রীজ, শরণখোলায় পর্যটন কেন্দ্র স্থাপন ও যোগাযোগ ব্যবস্থার আরো উন্নয়ন এখন শুধু সময়ের ব্যাপার। আসছে নির্বাচনে নৌকায় ভোট দিলে পরবর্তী পাঁচ বছরে দক্ষিণাঞ্চলে কোন বেকার থাকবেনা বলেও তিনি উল্লেখ করেন।

শেখ হেলাল আরও বলেন, সারাদেশে নৌকার জোয়ার দেখে ষড়যন্ত্রকারী স্বধীনতার পরাজিত শক্তিরা এক হয়ে জাতীয় ঐক্যফ্রন্টের নামে একমঞ্চে উঠে নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত পাকিস্তানের দোসর জামায়াত-বিএনপি। তারা সোনার বাংলাকে আবারো পাকসেনাদের হাতে তুলে দিতে চায়। ৩০ ডিসেম্বর সকলে সতর্ক থাকবেন। নৌকার বিজয় নিয়ে ঘরে ফিরবেন।

মোরেলগঞ্জ সরকারী এসএম কলেজ মাঠের এ নির্বাচনী জনসভায় কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিরুল আলম মিলনের সভাপতিত্ব অন্যানের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা এসএম কামাল হোসেন, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ও বাগেরহাট - ৪ আসনের নৌকার প্রার্থী ডা. মোজাম্মেল হোসেন, বাগেরহাট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শেখ কামরুজ্জামান টুকু, ছাত্রলীগ সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ, মোরেলগঞ্জ পৌরসভা মেয়র মনিরুল হক তালুকদার, সাবেক অতিরিক্ত আইজিপি আব্দুর রহিম খান, কামাল ইদ্দিন আকন, এম এমদাদুল হক প্রমুখ।

(এসএকে/এসপি/ডিসেম্বর ২২, ২০১৮)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test