E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁর ১১ উপজেলায় আ.লীগ ৭ ও ৪টিতে স্বতন্ত্র প্রার্থীর জয়

২০১৯ মার্চ ১৯ ১৭:৪৮:৫২
নওগাঁর ১১ উপজেলায় আ.লীগ ৭ ও ৪টিতে স্বতন্ত্র প্রার্থীর জয়

নওগাঁ প্রতিনিধি : সোমবার পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে নওগাঁ জেলার ১১টি উপজেলা পরিষদ নির্বাচনে ৭টি উপজেলায় আওয়ামীলীগের প্রার্থী এবং ৪টি উপজেলায় স্বতন্ত্র প্রার্থীরা জয়লাভ করেছেন।

জেলা নির্বাচন অফিসার মোঃ শাহিনুর ইসলাম প্রামানিকের দেয়া তথ্যমতে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন, নওগাঁ সদর উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক (নৗকা) (বিনা প্রতিদ্বন্দিতায়), ভাইস চেয়ারম্যান পদে ইলিয়াস তুহিন রেজা (বিনা প্রতিদ্বন্দিতায়) ও নারী ভাইস চেয়ারম্যান পদে শাহনাজ আখতার নাইস (বিনা প্রতিদ্বন্দিতায়) নির্বাচিত হয়েছেন।

এছাড়া মহাদেবপুর উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মোঃ আহসান হাবীব ভোদন (প্রাপ্ত ভোট ৬৮,২৮৫), ভাইসচেয়ারম্যান পদে অনুকুল কুমার সাহা ও মহিলা ভাইসচেয়ারম্যান পদে রাবেয়া রহমান, বদলগাছি উপজেলায় চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মোঃ শামসুল আলম খান (প্রাপ্ত ভোট ৩৯,২২৩), ভাইসচেয়ারম্যান পদে মোঃ ইমামুল আল হাসান ও মহিলা ভাইসচেয়ারম্যান পদে মোছাঃ খালেদা আকতার, মান্দা উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামীলীগের প্রার্থী মোঃ জসিম উদ্দিন (প্রাপ্ত ভোট ৬৭,৮২৭), ভাইসচেয়ারম্যান পদে গৌতম কুমার মোহন্ত ও মহিলা ভাইসচেয়ারম্যান পদে মোছাঃ মাহবুবা সিদ্দিকা, পত্নীতলা উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামীলীগের প্রার্থী মোঃ আব্দুল গাফ্ফার (প্রাপ্ত ভোট ৬২,৯৯৯), ভাইসচেয়ারম্যান পদে আব্দুল আহাদ ও মহিলা ভাইসচেয়ারম্যান পদে মোছাঃ খাদিজাতুল কোবরা, আত্রাই উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামীলীগের প্রার্থী মোঃ এবাদুর রহমান প্রামানিক (প্রাপ্ত ভোট ৩৯,৮০০), ভাইসচেয়ারম্যান পদে মোঃ হাফিজুল শেখ ও মহিলা ভাইসচেয়ারম্যান পদে মোছাঃ মমতাজ বেগম, রানীনগর উপজেলায় চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মোঃ আনোয়ার হোসেন হেলাল (প্রাপ্ত ভোট ৩৭,৯৭৮), ভাইসচেয়ারম্যান পদে মোঃ জারজিস হাসান ও মহিলা ভাইসচেয়ারম্যান পদে মোছাঃ ফরিদা বেগম, ধামইরহাট উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামীলীগের প্রার্থী মোঃ আজাহার আলী (প্রাপ্ত ভোট ৩৫,৩৩৬), ভাইসচেয়ারম্যান পদে মোঃ সোহেল রানা ও মহিলা ভাইসচেয়ারম্যান পদে সাবিনা এক্কা, নিয়ামতপুর উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামীলীগের প্রার্থী ফরিদ আহম্মেদ (প্রাপ্ত ভোট ৮০,৮৫৬), ভাইসচেয়ারম্যান মোঃ আইয়ুব হোসাইন মন্ডল ও মহিলা ভাইসচেয়ারম্যান পদে মোছাঃ নাদিরা বেগম, সাপাহার উপজেলায় চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মোঃ শাহজাহান হোসেন (প্রাপ্ত ভোট ৫০,৯৩৫), ভাইসচেয়ারম্যান পদে আব্দুর রশিদ ও মহিলা ভাইসচেয়ারম্যান পদে নার্গিস সরকার এবং পোরশা উপজেলায় চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী শাহ মঞ্জুর মোর্শেদ চৌধুরী (প্রাপ্ত ভোট ৪২,৮৯৯), ভাইসচেয়ারম্যান পদে মোঃ কাজিবুল ইসলাম ও মহিলা ভাইসচেয়ারম্যান পদে মোছাঃ মমতাজ বেগম ভোটযুদ্ধে অবতীর্ণ হয়ে নির্বাচিত হয়েছন।

(বিএম/এসপি/মার্চ ১৯, ২০১৯)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test