E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চাঁদপুর বড় স্টেশন মোলহেডে কাবাডি প্রতিযোগিতা শুরু মঙ্গলবার

২০২১ মার্চ ২২ ১৪:৩২:৪৩
চাঁদপুর বড় স্টেশন মোলহেডে কাবাডি প্রতিযোগিতা শুরু মঙ্গলবার

উজ্জ্বল হোসাইন, চাঁদপুর : আগামীকাল ২৩ মার্চ মঙ্গলবার থেকে চাঁদপুর বড় স্টেশন মোলহেডে শুরু হচ্ছে কাবাডি প্রতিযোগিতা। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জেলা ক্রীড়া সংস্থা এ আয়োজন করেছে। 

মঙ্গলবার সকালে এ প্রতিযোগিতার উদ্বোধন করবেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস। এ প্রতিযোগিতায় অংশ নিয়েছে চাঁদপুরের ৮ উপজেলার কাবাডি দল। প্রতিটি খেলাই নক আউট পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।
জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু এ প্রতিবেদকে জানান, উদ্বোধনী দিনেই সকল উপজেলাগুলোর খেলাগুলো অনুষ্ঠিত হবে। সকাল সোয়া ১০টায় উদ্বোধনী খেলায় অংশ নিবে কচুয়া বনাম মতলব উত্তর উপজেলা কাবাডি দল। সকাল ১১টায় হাজীগঞ্জ বনাম হাইমচর, দুপুর ১২টায় ফরিদগঞ্জ বনাম শাহারাস্তি এবং বেলা ১টায় মতলব দক্ষিণ ও চাঁদপুর সদর উপজেলা দল। উদ্বোধনী দিনে যে ৪টি দল জয়লাভ করবে তারাই ২৪ তারিখের সেমি-ফাইনালে খেলার সুযোগ পাবে।

চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার কাবাডি উপ-কমিটির সভাপতি আলহাজ্ব ওমর পাটওয়ারী ও সাধারণ সম্পাদক শাহজাহান তালুকদার গ্রামীণফোন বাংলার কাবাডি খেলা দেখার জন্যে জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা ও ক্রীড়ামোদী দর্শকদের মাঠে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন। এ প্রতিযোগিতার ফাইনালও একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

(ইউ/এসপি/মার্চ ২২, ২০২১)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test