E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দুই কোটি টাকা আত্মসাত মামলায় দিনাজপুর জেলা হিসাব রক্ষণ কর্মকর্তা জেলহাজতে 

২০২১ মার্চ ২৫ ১৭:২৮:৪৬
দুই কোটি টাকা আত্মসাত মামলায় দিনাজপুর জেলা হিসাব রক্ষণ কর্মকর্তা জেলহাজতে 

শাহ্ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের কর্মকর্তা কর্মচারিদের বেতন-ভাতাসহ বিভিন্ন ভুয়া খাতে সরকারি ভান্ডারের প্রায় ২ কোটি টাকা আত্বসাতের মামলায়  দিনাজপুর জেলা হিসাব রক্ষণ (একাউন্টস এন্ড ফিন্যান্স) অফিসের সাবেক জেলা কর্মকর্তা সাইফুল ইসলাম মন্ডলকে গ্রেপ্তার করেছেন দুদক । তাকে চীপ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের মাধ্যমে পুলিশি (কাস্টুডিতে) হেফাজতের তুলে দিয়ে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে। বর্তমানে ওই কর্মকর্তা সাইফুল ইসলাম  সদর দপ্তর ঢাকার সেগুন বাগিচা কার্যালয়ে নিরীক্ষা হিসাব রক্ষণ পদে দ্বায়িত্বে রয়েছেন।

এর আগে টাকা আত্বসাতের অভিযোগে মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাশ সরকার আমিরুল ইসলাম এবং অডিটর মাহফুজুর রহমানকে গেল মাসে (৭ ফেব্রুয়ারী) গ্রেপ্তার করে কারাগারে প্রেরন করেছেন তারা। সরকারি টাকা আত্বসাতের ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে বাদী হয়ে গেল মাসের ২ তারিখে একটি মামলা করেছেন দুদকের সহকারি পরিচালক আহসানুল হক কবির পলাশ।

প্রাথমিক তদন্তের উদ্ধৃতি দিয়ে মামলার তদন্ত কর্মকর্তা (দুর্নীতি দমন কমিশন ,সমন্বিত জেলা কার্যালয়ের) দুদকের উপ পরিচালক আবু হেনা আশিকুর রহমান জানান, গেল ২০১৯ সালের ৩ ফেব্রুয়ারী হতে চলতি বছরের ৩১ জানুয়ারী পর্যন্ত (ভূয়া) জাল বিল ভাউচারের মাধ্যমে পরষ্পর যোগসাজস করে সরকারি ভান্ডার থেকে ২ কোটি ১৯লাখ ৬৯ হাজার ৪২৮টাকা আত্বসাত করেছেন দিনাজপুরের একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসের সাবেক জেলা কর্মকর্তা সাইফুল ইসলাম মন্ডল এবং মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাশ সরকার আমিরুল ইসলাম এবং অডিটর মাহফুজুর রহমান। আত্বসাতের ঘটনায় আর কেউ জড়িত কিনা ? তা জানতে অধিকতর তদন্ত চালাচ্ছেন তিনি।

(এস/এসপি/মার্চ ২৫, ২০২১)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test