E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ডায়রিয়া পেটের পীড়া থেকে বাঁচতে মাম পানির চাহিদা বাড়ছে পাথরঘাটায়!

২০২১ এপ্রিল ২৫ ১৫:৪৬:২৬
ডায়রিয়া পেটের পীড়া থেকে বাঁচতে মাম পানির চাহিদা বাড়ছে পাথরঘাটায়!

অমল তালুকদার, পাথরঘাটা (বরগুনা) : মহামারী ডায়রিয়া ছড়িয়ে পড়েছে বরগুনাসহ দেশের দক্ষিণ উপকূলে। পানীয় জলের ফুড পয়জনিং থেকে বাঁচতে খাবার পানির ব্যবহার হচ্ছে এখন যথেষ্ট হিসেব করে। পাথরঘাটা উপজেলার বিভিন্ন হাট-বাজারে চোখে পড়ে মাম পানির ব্যবহার। শনিবার দুপুরে তেমনি একটি মাম পানির বাহক এর সাথে কথা হল প্রতিনিধির।

চরদুয়ানী বাজারের শিবানন্দ প্রতিদিন ভ্যানে করে মাম পানি সরবরাহ করছেন বিভিন্ন বাসা বাড়িতে। ৭টি কলশি মাম পানি সরবরাহ করা হয় প্রতিভ্যানে। এই ১ভ্যান মাম পানির দাম ১৫০টাকা।

উপজেলার চরদুয়ানী বাজারে সুজন নামে জনৈক ব্যক্তি মাম পানির একটি ফ্যাক্টরি খুলেছেন। তীব্র গরমে খাবার পানির চরম সংকট দেখা দেয়ায় এই মাম পানির চাহিদাও এখন তীব্র। এই বাজারে আরও অনেক ভ্যানওয়ালাকেই পানি সরবরাহ করতে দেখাগেছে।

। চৈত্র-বৈশাখে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় এঅঞ্চলে প্রতি বছর খাবার পানির সংকট দেখা দেয়। সরকারের জনসাস্থ প্রকৌশল অধিদপ্তর বিষয়টির প্রতি দৃষ্টি দেবেন বলে এলাকাবাসী মনে করেন।পাশাপাশি বিভিন্ন এনজিও স্বেচ্ছাসেবী সংগঠন খাবার পানির নানা উপায় বের করলেও এ অঞ্চলে আজও টেকসই কোন পানীয় জলের ব্যবস্থা করা যায়নি।

(এটি/এসপি/এপ্রিল ২৫, ২০২১)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test