E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আশাশুনির মরিচ্চাপ সেতু ভেঙ্গে ইট বোঝাই ট্রাক নদীর চরে, জনদুর্ভোগ চরমে

২০২১ মে ২৪ ১৬:০৮:০৭
আশাশুনির মরিচ্চাপ সেতু ভেঙ্গে ইট বোঝাই ট্রাক নদীর চরে, জনদুর্ভোগ চরমে

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সোমবার সকাল ১০টার দিকে আশাশুনির মরিচ্চাপ সেতু ভেঙে ইট বোঝাই ট্রাক পড়েছে নদীর চরে। দুর্ঘটনায় ট্রাকে থাকা চার জনের কারও কোন ক্ষতি না হলেও ব্রীজে যাতয়াত বন্ধ হয়ে যাওয়ায় জনদুর্ভোগ চরমে উঠেছে।

প্রত্যক্ষদর্শী আশাশুনি বাসষ্ট্যাণ্ডের শ্রমিক স্বপন সরদার জানান, সেতু কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত ব্রীজে ১০ টনের বেশী মালামাল বহনে নিষেধাজ্ঞা জারী করলেও ইট ভাটার ট্রাকের চালকরা সেটা মানেন ন্।া সকালে শ্রীকলস গ্রামের আব্দুস সামাদের এমএমবি ইটভাটা থেকে প্রায় ১৮ টন ওজনের ইট লোড নিয়ে ৩ টি ট্রাক সাতক্ষীরার দিকে যেতে চাইলে তারা নিষেধ করেন। ১ম ট্রাক চালক কোন কথা না শুনে চলে যায়। ২য় ট্রাকটি (যশোর ট ১১-১৭৬৫) আর যেতে পারেনি। ব্রীজের মাঝামাঝি স্থানে গিয়ে সশব্দে ব্রীজের শীড পাটাতন ভেঙে ইট সহ নদীর চরে আটকে যায়। ব্রীজের সরু বীট দিয়ে অত্যন্ত ঝুঁকি নিয়ে সাতক্ষীরা-আশাশুনি যাতায়াত করছেন যাত্রীরা। সমস্তরকম যানবাহন পারাপার বন্ধ হয়ে আছে। দুপুর পর্যন্ত সড়ক ও জনপদ বিভাগের কাউকে ঘটনাস্থলে আসতে দেখিনি। দুর্ঘটনা কবলিত ট্রাকের লোকজন তাদের ইট সরাচ্ছিলেন।

ট্রাকের ড্রাইভার সাতক্ষীরা সদরের ইটাগাছার নাইমুর রহমান জানান, তার ট্রাকে প্রায় ১৩ টন ইট লোড ছিলো। আগের গাড়ীটিতে প্রায় ১৮ টন ইট বোঝাই ছিলো। ওই গাড়ীটি যাওয়ার পরে তিনি গেলে দুর্ঘটনায় পড়ে যান। তাদের কারও কোন ক্ষতি হয়নি। এরকম মালামাল নিয়ে আমরা নিয়মিত যাওয়াত করে থাকি কোন সমস্যা হয়না। যত দ্রুত সম্ভব ট্রাকটি অপসারন করানোর চেষ্টা চলছে।

(আরকে/এসপি/মে ২৪, ২০২১)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test