E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

খাজরায় স্বতন্ত্র প্রার্থীর শোডাউনে নৌকা প্রার্থীর কর্মীসর্মথকদের হামলায় আ.লীগ সভাপতিসহ আহত ৪

২০২১ ডিসেম্বর ১০ ১৭:২৯:২৩
খাজরায় স্বতন্ত্র প্রার্থীর শোডাউনে নৌকা প্রার্থীর কর্মীসর্মথকদের হামলায় আ.লীগ সভাপতিসহ আহত ৪

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : মনোনয়নপত্র জমা দিয়ে এলাকায় পৌঁছানোর সময় স্বতন্ত্র প্রার্থীর মোটর সাইকেল র‌্যালীতে হামলা চালানো হয়েছে। বৃহষ্পতিবার সন্ধ্যায় সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা ইউনিযনের গদাইপুর গ্রামে নৌকা প্রতীকের প্রার্থী শাহনেওয়াজ ডালিমের বাড়ির পশ্চিম পাশে মেইন রোডে এ হামলার ঘটনা ঘটে। হামলায় খাজরা ইউপির সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা রুহুল কুদ্দুসসহ চারজন আহত হয়েছেন। আহতদের সাতক্ষীরা সদর হাসপাতাল ও আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদিকে এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

আহতরা হলেন, খাজরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গদাইপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা রুহুল কুদ্দুস মোল্যা, একই গ্রামের ভাড়া লোকমান হোসেন, মৌখালি গ্রামের মাসুম বিল্লাহ ও খালিয়া গ্রামের আবু হাসান।

সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন গদাইপুর গ্রামের মুক্তিযোদ্ধা রুহুল কুদ্দুস জানান, গদাইপুর গ্রামের রাজাকার মোজাহার সরদারের ছেলে শাহানেওয়াজ ডালিম যাত্রা শিল্পী ধর্মান্তরিত টুম্পাকে ধর্ষণের পর গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে হত্যা মামলার অন্যতম আসামী। এ ছাড়া আওয়ামী লীগ নেতা গদাইপুর গ্রামের শরবৎ হত্যা, হিন্দু মহাজোট নেতা সুজন সানা হত্যা চেষ্টা, ইউপি সদস্য ধর্ষণ চেষ্টা, চুরি,ডাকাতি ও চাঁদাবাজিসহ কমপক্ষে একডজন হত্যা মামলার প্রধান আসামীও ডালিম। আগামি ০৫ জানুয়ারি পঞ্চম দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে গদাইপুর গ্রামের অহিদুল ইসলাম বৃহষ্পতিবার মনোনয়নপত্র জমা দেন। অহিদুল ইসলামের সমর্থক হিসেবে তিনি আশাশুনি সদর থেকে মোটর সাইকেল র‌্যালীতে অংশ নিয়ে বাড়ি ফেরার সময় তারা শাহনেওয়াজ ডালিমের বাড়ির পশ্চিম পাশে রাস্তার উপর পৌঁছান। এ সময় ডালিমের নেতৃত্বে ১৫/২০ জন সশস্ত্র সন্ত্রাসী তাদের র‌্যালীর পিছনের অংশে হামলা চালায়। এতে তিনিসহ কয়েকজন জখম হন। ভাঙচঙর করা হয় চারটি মোটর সাইকেল। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল ও আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক তানভির হোসেন জানান, রুহুল কুদ্দুসের ডান শোল্ডার জয়েন্টের নীচের বুকের দু’টি রিব ভেঙে গেছে। মাসুম বিল্লার বাম হাতের রিষ্টের উপরের দু’টি হাড় ভেঙে গেছে। লোকমানের বুকের বাম পার্শ্বে ও বাম পায়ে ভারী জিনিস দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে।

আ’লীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী শাহনেওয়াজ ডালিম বলেন, স্বতন্ত্র প্রার্থী অহিদুল ইসলাম শো ডাউন নিয়ে যাওয়ার পথে আমার লোকজনের উপর হামলা চালিয়ে মারপিট করলে উভয়ের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় মাসুদ, বাকের ও কামরুল নামে আমার ৩ জন কর্মী আহত হয়েছে।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ গোলাম কবীর জানান, গদাইপুরে নির্বাচনকে সামনে রেখে উত্তেজনা বিরাজ করায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বৃহষ্পতিবার সন্ধ্যায় দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় কোন পক্ষই শুক্রবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি।

(আরকে/এসপি/ডিসেম্বর ১০, ২০২১)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test