E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

হবিগঞ্জ চেম্বার নির্বাচনে ১১ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

২০১৪ সেপ্টেম্বর ২০ ১৫:২৭:০৯
হবিগঞ্জ চেম্বার নির্বাচনে ১১ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচনে ১১ প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। শনিবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন অর্ডিনারী গ্রুপে ৯ প্রার্থী ও এসোসিয়েট গ্রুপে ২ প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেন।

নির্বাচন বোর্ড সূত্রে জানা যায়, আগামী ১৮ অক্টোবর হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচনকে সামনে রেখে ১৮টি পদে অর্ডিনারী গ্রুপে ৩৪ ও এসোসিয়েট গ্রুপে ১৪ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। মনোনয়ন প্রত্যাহারের পর অর্ডিনারী গ্রুপে ১২টি পদের বিপরীতে ২৫ প্রার্থী ও এসোসিয়েট গ্রুপে ৬ পদের বিপরীতে ১২ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

নির্বাচনে অর্ডিনারী গ্রুপে বর্তমান প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলামের নেতৃত্বে একটি প্যানেল এবং কাজী কামরুল ও আতাউর রহমান সেলিমের নেতৃত্বে একটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। অপরদিকে এসোসিয়েট গ্রুপে কায়সার আহমেদ জনি এবং শেখ আনিসুর রহমানের নেতৃত্বে দু’টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে।
প্রদীপ দাশ সাগর

(পিডিএস/এএস/সেপ্টেম্বর ২০, ২০১৪ )

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test