E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিকলবাহা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক প্রত্যাশী আব্দুল করিম মঞ্জু

২০২৩ মে ২০ ১৭:৩০:০০
শিকলবাহা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক প্রত্যাশী আব্দুল করিম মঞ্জু

জে.জাহেদ, চট্টগ্রাম : দীর্ঘদিন পর অনুষ্ঠিত হয়েছে শিকলবাহা ইউনিয়ন যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন। এ নিয়ে সংগঠনটির নেতাকর্মীদের মাঝে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। সরব হয়েছেন দীর্ঘদিন দলের কর্মকাণ্ড থেকে দূরে থাকা নেতাকর্মীরাও। সম্মেলনে সাধারণ সম্পাদক প্রত্যাশী শিকলবাহার আব্দুল করিম মঞ্জু বিশাল মিছিল সহকারে অনুষ্ঠানে যোগদান করলে সবার দৃষ্টি কাড়েন।

আব্দুল করিম মঞ্জু বলেন, ‘আমি আওয়ামী লীগ পরিবারের সন্তান। আমি আমার শৈশব থেকেই বাবা চাচাদের মুখে আওয়ামী লীগ এর জয়োধ্বনি শুনে বড় হয়েছি। স্কুল জীবনে জয় বাংলা-জয় বঙ্গবন্ধু স্লোগানে মুখরিত হয়েছি। ছাত্রলীগ পেরিয়ে যুবলীগের সাথে দীর্ঘদিন রাজপথে লড়াই সংগ্রাম করেছি। আওয়ামী লীগ ঘোষিত সকল আন্দোলনে রাজপথে অগ্রভাগে থেকেছি। আমার জীবনের সাথে রাজনীতি উৎপ্রোতভাবে জড়িয়ে আছে। বঙ্গবন্ধুর আদর্শের প্রশ্নে জীবনবাজি রেখে আন্দোলন-সংগ্রাম করেছি।

এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এই কর্ণফুলী উপজেলার শিকলবাহার যুবসমাজকে সাথে নিয়ে ধারাবাহিক আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ ও ভিশন ৪১ বাস্তবায়নে ভূমিকা রাখতে চাই। শিকলবাহায় মাননীয় ভূমিমন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ভাইয়ের হাত কে শক্তিশালী করতে চাই। এ জন্য উপজেলা যুবলীগের সিনিয়র নেতৃবৃন্দ নিশ্চয় আমার ত্যাগ, শ্রম ও অভিজ্ঞতা মূল্যায়ণ করবেন বলে আমি মনে করি। তাই এবার শিকলবাহা ইউনিয়ন যুবলীগ এর ত্রি-বার্ষিক সম্মেলনে সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছি। আমি সকলের কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশী।

গত বৃহস্পতিবার বিকেলে এস আর স্কয়ার কমিউনিটি সেন্টারে শিকলবাহা ইউনিয়ন যুবলীগের সম্মেলনের প্রধান অতিথি ছিলেন কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফারুক চৌধুরী। তিনি তাঁর বক্তব্যে বলেন, আগামী জাতীয় নির্বাচনে সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ভাইয়ের নৌকা আনোয়ারা উপজেলার চেয়ে কর্ণফুলী উপজেলায় এগিয়ে থাকবে।

সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও উপজেলা যুবলীগের সহ-সভাপতি মোহাম্মদ ওসমান হোসাইনের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি দিদারুল ইসলাম চৌধুরী। উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক তারেক হাসান জুয়েল, হাসান মুরাদ সাগর ও সেকান্দর রানার যৌথ সঞ্চলনায় সম্মেলনে প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম চৌধুরী।

প্রধান অতিথি আর বলেন, কর্ণফুলী উপজেলাকে স্মার্ট উপজেলা হিসেবে গঠন করতে ভূমিমন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি মহোদয়ের সিদ্ধান্তই চূড়ান্ত হিসেবে গণ্য করা হবে। শিগগরই শিকলবাহা ইউনিয়ন যুবলীগের কমিটি গঠন করা হবে।

সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সোলায়মান তালুকদার, দক্ষিণ জেলা যুবলীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম, যুগ্ম সম্পাদক শফিউল আজম শেপু, সাংগঠনিক সম্পাদক আবিদ হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম কায়সার, কর্ণফুলী উপজেলা যুবলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি নাজিম উদ্দিন হায়দার, সাধারণ সম্পাদক সেলিম হক প্রমুখ। এছাড়াও সম্মেলনে ইউনিয়ন যুবলীগের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

(ওএস/এসপি/মে ২০, ২০২৩)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test