E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভৈরব স্বাস্থ্য কমপ্লেক্সে স্ত্রী ফেলে গেল স্বামীর লাশ, মৃত্যু নিয়ে রহস্য

২০২৩ জুন ১৫ ১২:৫০:১৮
ভৈরব স্বাস্থ্য কমপ্লেক্সে স্ত্রী ফেলে গেল স্বামীর লাশ, মৃত্যু নিয়ে রহস্য

সোহেল সাশ্রু, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শ্বশুর বাড়ির লোকজন ফেলে গেলেন স্বপন মিয়া (৩৫) নামের এক যুবকের লাশ। মৃত্যু নিয়ে সৃষ্টি হয় রহস্য। স্বপন মিয়া শ্রীনগর ইউনিয়নের পাগলা বাড়ি এলাকার এমাদ মিয়ার ছেলে। ১৫ জুন বৃহস্পতিবার সকাল ৮টায় লাশ নিয়ে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আসেন স্বপনের স্ত্রী সুইটি বেগমসহ শ্বশুর বাড়ির লোকজন। হাসপাতালে এসেই স্বপন মিয়ার লাশ রেখে পালিয়ে যায় তারা। এতথ্য নিশ্চিত করেন সুরতহাল প্রতিবেদন প্রস্তুতকারী ভৈরব থানা পুলিশ উপ-পরিদর্শক মো. উসমান গণি।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত নয় বছর আগে উপজেলার ভবানীপুর ছেড়ে মঞ্জুর নগর এলাকায় বাড়ি করেন নিহত স্বপনের পরিবার। বাড়ি করার বছর খানেক পর একই এলাকার হাদিস মিয়ার মেয়ে সুইটি বেগমকে বিয়ে করেন স্বপন। নিহত স্বপন পেশায় একজন জেলে। বিয়ের পর থেকে স্বপন শ্বশুরের অনুগত্য ছিল। বিয়ের পর থেকেই সে শ্বশুর বাড়িতে বসবাস করতেন। পুলিশের ধারণা স্বপন বিষ খায়নি মৃত্যুটি রহস্যজনক।

স্বপনের মামা মানিক মিয়া জানান, আমার ভাইগ্না বিষ খেয়ে মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে এসে দেখি স্বপনের লাশ পড়ে আছে। স্বপনের সাথে কাউকে খুঁজে পাইনি। শুনেছি তার স্ত্রী নিয়ে এসেছে। এখন তারা সবাই পলাতক রয়েছে।

এ বিষয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সোয়েব রহমান বলেন, সকাল আটটায় সুইটি বেগম নামে একজন নারী ও তার সাথে লোকজন স্বপন মিয়া নামে এক ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। প্রাথমিক চিকিৎসায় মৃত্যুর কারণ জানা না গেলেও স্বজনরা জানিয়েছেন স্বপন মিয়া বিষ খেয়েছেন। তবে তার দেহে বিষ খাওয়ার কোন উপসর্গ পাওয়া যায়নি। ঘটনার কিছুক্ষণ পর হাসপাতালে লাশ আনয়নকারী তার স্ত্রী সুইটিসহ কোন স্বজনকেই খুঁজে পাওয়া যায়নি। থানা পুলিশের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে সুরতহাল প্রস্তুতকারী ভৈরব থানা পুলিশ উপ-পরিদর্শক উসমান গণি জানান, হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে খবর পেয়ে এসে স্বপনের লাশ দেখতে পাই। প্রাথমিক সুরতহালে বিষ পানের বিষয়টি বুঝা যাচ্ছে না। হাসপাতাল কর্তৃপক্ষ আনয়নকারী স্বজনদের বরাত দিয়ে জানান বিষ পানে মৃত্যু হয়েছে। মৃত্যুর বিষয়টি রহস্যজনক। লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হবে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে। ঘটনাস্থলে এসে কাউকে পাওয়া যায়নি। হাসপাতালের লাশ রেখে শ্বশুরবাড়ির স্বজনরা দুই মিনিটের ভিতর উধাও হয়ে যায়।

(এসএস/এএস/১৫ জুন, ২০২৩)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test