E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নবীনগরে তিতাস নদীতে ডিজে পার্টি, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায়

২০২৩ জুলাই ০৫ ১৬:৩৬:১৮
নবীনগরে তিতাস নদীতে ডিজে পার্টি, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায়

বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় তিতাস নদীতে ইঞ্জিন চালিত নৌকার মধ্যে অতিরিক্ত লোকজনসহ উচ্চস্বরে গানবাজনা ও নাচানাচি করে শব্দদূষণে অপরাধে পৃথক ৩টি ডিজে পার্টিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।  

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহামুদা জাহান তিতাস নদীতে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এতে নদী তীরবর্তী বসবাসরত লোকজনের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

জানা গেছে, ঈদের পর ঈদ পুনর্মিলনী উপলক্ষে গত কয়েকদিন ধরে প্রতিদিনই তিতাস নদীতে কিছু লোকজন নৌকায় করে ডিজে পার্টির নামে উচ্চস্বরে মাইক লাগিয়ে গান বাজনা ও নাচানাচিতে মেতেছিলো। এতে নদীতে চলাচলরত যাত্রীরাসহ নদী তীরবর্তী বসবাসরত লোকজন মাইকের উচ্চস্বরের যন্ত্রণায় মারাত্মক দূর্ভোগ পোহাচ্ছিলেন। এ অবস্থায় জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের আশু সুদৃষ্টি কামনা করে বিষয়টির প্রতিকার চেয়ে অনেকেই ফেসবুকে পোস্ট দেন। এরপরই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মঙ্গলবার সন্ধ্যায় আচমকা তিতাস নদীতে অভিযানে নামে ভ্রাম্যমান আদালত।

ভ্রাম্যমান আদালত পরিচালনার দায়ত্বে থাকা নবীনগর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহামুদা জাহান জানান, ‘নবীনগরের তিতাস নদীসহ আশপাশের বিলে ইঞ্জিনচালিত ট্রলারে উচ্চস্বরে সাউন্ড সিস্টেম ব্যবহার করে ঝুঁকিপূর্ণ যাত্রী বহন ও শব্দদূষণ করার দায়ে ৩টি ইঞ্জিনচালিত ট্রলারকে পাঁচ হাজার টাকা করে ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। সেই সঙ্গে একাধিক সাউন্ড বক্স আটক করা হয়েছে। এছাড়াও অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের দায়ে একটি স্পিডবোটকেও জরিমানা করা হয়েছে।'

তিনি আরও জানান, 'নদীতে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে।'

(জিডি/এসপি/জুলাই ০৫, ২০২৩)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test