E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

নবীনগরে অবসরপ্রাপ্ত সৈনিক সমাজ কল্যাণ সমিতির 'ঈদ পুনর্মিলনী' অনুষ্ঠিত

২০২৩ জুলাই ১৬ ১৫:৩৪:৪৮
নবীনগরে অবসরপ্রাপ্ত সৈনিক সমাজ কল্যাণ সমিতির 'ঈদ পুনর্মিলনী' অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় অবসরপ্রাপ্ত সৈনিক সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে এক জাঁকজমক আয়োজনে 'ঈদ পুনর্মিলনী' অনুষ্ঠিত হয়েছে। সমিতির ৪৩ বছর পূূর্তিতে শনিবার দুপুরে নবীনগর মহিলা কলেজ প্রাঙ্গণে বিশাল প্যান্ডেল টাঙ্গিয়ে ওই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

উপজেলা অবসরপ্রাপ্ত সৈনিক সমাজ কল্যাণ সমিতির সভাপতি সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব) বীর মুক্তিযোদ্ধা আবু জাহের এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ও আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম আসামি সার্জেন্ট (অব) প্রয়াত মুজিবুর রহমানের সন্তান, বর্তমানে নবীনগর উপজেলা আওয়ামলীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সমিতির 'প্রধান উপদেষ্টা' লেফটেনেন্ট কর্নেল (অবঃ) মো. জি আর জাহাঙ্গীর।

সংগঠনের সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিন চৌধুরী শাহান, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা, কাজী জহির উদ্দিন সিদ্দিক টিটু, ক্যাপ্টেন (অব) রফিকুল ইসলাম, সাতমোড়া ইউপি'র চেয়ারম্যান মো. জসিম উদ্দিন, পৌর বিএনপির সাবেক সেক্রেটারী মো. শাহাবুদ্দিন, মুফতি শহীদুল হক, কমরেড মো. ইসহাক, দুলাল মিয়া, আজিজুর রহামন প্রমুখ।

এর আগে অনুষ্ঠানের উদ্বোধক ও প্রধান অতিথি অনুষ্ঠানস্থলে এসে পৌঁছলে, আয়োজকদের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে তাঁদেরকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

অনুষ্ঠানের উদ্বোধক লেফটেনেন্ট কর্নেল (অব) মো. জি আর জাহাঙ্গীর তাঁর বক্তব্যে অবসরপ্রাপ্ত সৈনিকদেরকে সততা ও শৃংখলার সাথে জীবন যাপনের পাশাপাশি সমাজের নানা অসংগতির বিরুদ্ধে ও বিভিন্ন ইতিবাচক ভালো কাজের সঙ্গেও নিজেদেরকে সম্পৃক্ত রাখার উদাত্ত আহবান জানান।

প্রধান অতিথি সাবেক সাংসদ ফয়জুর রহমান বাদল আগামি সংসদ নির্বাচনে আবারও নৌকার মনোনয়ন চাইবেন উল্লেখ করে তাঁর বক্তব্যে নবীনগরের সকল অবসরপ্রাপ্ত সৈনিকদের দোয়া ও সমর্থন চান। তিনি তাঁর প্রয়াত বাবাও একজন সৈনিক ছিলেন উল্লেখ করে নবীনগরের অবসরপ্রাপ্ত সৈনিকদের কল্যাণে আজীবন পাশে থাকবেন বলেও প্রতিশ্রুতি দেন।

তিনি আরও বলেন,'আমি সাংসদ থাকাকালে নবীনগরের কোথাও কোন ধরণের অন্যায়কে কখনও প্রশ্রয় দেয়নি। ইনশাল্লাহ আগামিতে আবারও এমপি নির্বাচিত হতে পারলে, নবীনগরে অন্যায়কারী ও জুলুমবাজেরা কখনও আমার কাছে ঠাঁই পাবেনা।'

অনুষ্ঠান শেষে সংগঠনের সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত সৈনিক কামাল উদ্দিন সাংবাদিকদের বলেন,'নবীনগরের অবসরপ্রাপ্ত সৈনিকদের এই সংগঠনের কার্যক্রমে গতিশীলতা ফিরিয়ে আনতে এবং সবাইকে ঐক্যবদ্ধ করতেই আমরা আজকের এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করেছি। অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান অতিথিসহ যাঁরা যোগ দিয়েছেন, তাঁদের সকলের প্রতি আমরা সংগঠনের পক্ষ থেকে অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।'

(জিডিএ/এএস/জুলাই ১৬, ২০২৩)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test