E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আগুন নেভাতে যাওয়ার সময় ফায়ার সার্ভিসের গাড়ি চালকের হার্ট অ্যাটাক, নিহত ২

২০২৩ জুলাই ২৪ ১২:২১:১৬
আগুন নেভাতে যাওয়ার সময় ফায়ার সার্ভিসের গাড়ি চালকের হার্ট অ্যাটাক, নিহত ২

মোঃ শান্ত, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের ফতুল্লায় পোশাক কারখানার আগুন নেভাতে যাওয়ার সময় ফায়ার সার্ভিসের গাড়ি চালকের হার্ট অ্যাটাক হওয়ায় সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে চালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১৫ জন আহত হয়েছেন।

২৪ জুলাই (সোমবার) সকাল ১০টার দিকে নগরীর চাষাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান মোল্লা।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি আনিচুর রহমান জানান, ফতুল্লার বিসিকে একটি শিল্প কারখানায় আগুন লাগে। খবর পেয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের একটি গাড়ি যাওয়ার সময়ে সান্তনা মার্কেটের সামনে চালক হঠাৎ করে অসুস্থ বা স্ট্রোক করে। এতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে বাস ও প্রাইভেটকারসহ অটো রিকশাকে চাপা দেয়। এতে আনন্দ গাড়ির নিচে চাপা পড়ে একজন পথচারী ঘটনাস্থলেই নিহত হন। হতাহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

ফায়ার সার্ভিসের সদর দফতরের উপপরিচালক আকতারুজ্জামান জানান, তাদের গাড়ি চালক জাহাঙ্গীর মারা গেছেন। বিস্তারিত পরে জানানো হবে।

এদিকে ফায়ার সার্ভিসের গাড়ি নিয়ন্ত্রণ হারানো পর সামনে থাকা অন্যান্য যানবাহন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।

(এমএস/এএস/জুলাই ২৪, ২০২৩)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test