E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কুষ্টিয়ায় সংখ্যালঘু পরিবারকে অত্যাচারের অভিযোগ

২০১৪ অক্টোবর ৩০ ২১:৪৮:০৭
কুষ্টিয়ায় সংখ্যালঘু পরিবারকে অত্যাচারের অভিযোগ

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার মিরপুরে এক সংখ্যলঘু পরিবারের উপর অত্যাচারের অভিযোগ উঠেছে।

জানাযায়, উপজেলার কুর্শা ইউনিয়নের কুন্ঠিয়ার চর গ্রামের মৃত মঙ্গল চন্দ্র প্রামানিকের ছেলে মনোরঞ্জন প্রামানিক বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন।

মনোরঞ্জন প্রামানিক জানান, জমি জমা সংক্রান্ত কোটে মামলা মোকদ্দমার কারনে উক্ত গ্রামের মৃত ইউসুফ মন্ডলের ছেলে আনার আলী, আনার আলীর ছেলে বোরহান এবং মৃত হাসেম আলীর ছেলে রুকমান আলীর নেতৃত্বে ৭/৮ জনের এক দল সন্ত্রাসী দীর্ঘদিন যাবৎ হুমকী-ধামকীসহ শারিরীক ও মানসিক ভাবে নির্যাতন করে আসছে।

এই ঘটনার প্রতিকার চেয়ে মিরপুর থানায় একটি সাধারণ ডায়রী করা হয়। যার নম্বর-৮৩৯, তারিখ ২২/০৩/২০১৪ইং। তার পর থেকেই উক্ত সন্ত্রাসীরা ক্ষীপ্ত হয়ে উক্ত পরিবারকে দেশ ত্যাগের নির্দেশ দেন। তারপর থেকেই উক্ত পরিবারটি বর্তমানে চরম আতঙ্কের মধ্যে রয়েছে বলে জানা গেছে।

মাজিহাট পুলিশ ক্যাম্পের এএসআই শরিফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, উক্ত সন্ত্রাসীদের অত্যাচারে সংখ্যালঘু পরিবারসহ এলাকার নিরীহ জনগণ বর্তমানে অতিষ্ঠ হয়ে উঠেছে। তবে মিরপুর থানায় একটি লিখিত অভিযোগ হয়েছে। এদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


(কেকে/এসসি/অক্টোবর৩০,২০১৪)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test