E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিবচরে আবারও উদ্ধার হলো পুরাতন গ্রেনেড

২০২৩ সেপ্টেম্বর ০২ ১৯:২২:১৭
শিবচরে আবারও উদ্ধার হলো পুরাতন গ্রেনেড

মাদারীপুর প্রতিনিধি : গ্রেনেড ধ্বংসের একদিন পর মাদারীপুর জেলার শিবচরে আবারও একটি গ্রেনেড উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ের ১১টার দিকে শিবচর উপজেলার ভান্ডারিকান্দি ইউনিয়নের ২নং ওয়ার্ডের বেপারীকান্দি গ্রামের মিজানুর রহমানের বাড়ি থেকে গ্রেনেডটি উদ্ধার করে থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ৬ মাস আগে শিবচর উপজেলার ভান্ডারীকান্দি ইউনিয়নের বেপারীকান্দি গ্রামের শাহিন বেপারীর ৫ বছর বয়সের ছেলে সিফাত ও ইলিয়াস ফকিরের ৪ বছর বয়সের ছেলে সাব্বির বাড়ির পাশে খেলছিল। খেলতে খেলতে বাড়ির দক্ষিণ পাশের একটি ঝোপের মধ্যে গ্রেনেড সদৃশ একটি বস্তু পায়। শিশুরা বস্তুটি কৃষক মিজানুর বেপারীর অনার্স পড়ুয়া মেয়ে সুমাইয়াকে দেখান। সুমাইয়া বস্তুটি চিনতে না পেরে নিজেদের ঘরে রেখে দেন।

বৃহস্পতিবার শিবচরে গ্রেনেড ধ্বংস করা একটি সংবাদ দেখে সুমাইয়া গ্রেনেডটি চিনতে পারেন। পরে সে তার ঘরে রাখা বস্তুটি গ্রেনেড বুঝতে পেরে সাথে সাথে ৯৯৯ নম্বরে ফোন দিয়ে জানান।

খবর পেয়ে রাতে শিবচর ভদ্রাসন পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সেলিম রেজার নেতৃত্বে পুলিশের একটি দল ওই বাড়ি থেকে গ্রেনেড সদৃশ বস্তুটি উদ্ধার করেন।

এ ব্যাপারে সুমাইয়া আক্তার বলেন, প্রায় ৫/৬ মাস আগে আমাদের বাড়ির পাশে একটি ঝোপের মধ্যে শিশুরা এই বস্তুটি পায়। পরে আমার কাছে নিয়ে আসে। আমরা চিনতে পারি নি। তাই পুরাতন জিনিস ভেবে ওটা ঘরেই রেখে দেই। বৃহস্পতিবার টিভিতে গ্রেনেড ধ্বংসের খবর দেখি। তখন বুঝতে পারি এটা গ্রেনেড। তাই রাতেই তাড়াতাড়ি পুলিশকে জানাই। পরে পুলিশ এসে গ্রেনেডটি নিয়ে যান।

শিবচরের ভদ্রাসন পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সেলিম রেজা বলেন, গ্রেনেড উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরে থানার মালখানায় রাখা হয়েছে। বিষয়টি আদালতকে জানানো হবে। আদালত থেকে সিদ্ধান্ত পেলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ গ্রেনেড উদ্ধার করেছে। উদ্ধার গ্রেনেডটি সচল আছে কি না তা বিশেষজ্ঞ দ্বারা পরীক্ষা করা হবে। আদালতের মাধ্যমে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, এর আগে গত ২ জুলাই রাতে শিবচর উপজেলার সন্ন্যাসীরচর ইউনিয়নের রাজারচর গ্রামের ইজিবাইক চালক জয়নাল আবেদিনের ঘরের আলমারীর ভেতর থেকে উদ্ধার করা হয় দুই ইঞ্চির একটি গ্রেনেড। ১৯৯০ সালের দিকে জয়নাল আবেদিনের বাবা জহের উদ্দিন মুন্সী পুকুর খনন করতে গিয়ে গ্রেনেড পান। তখন এটি খেলনা মনে করে রেখে দেন ঘরের আলমারীতে। প্রায়ই জয়নালের ছেলে জোবায়ের মুন্সী (১৫) এটি দিয়ে খেলার কাজে ব্যবহার করতো।

পরে বৃহস্পতিবার (৩১ আগস্ট) দুপুরে আদালতের নির্দেশে ঢাকা থেকে মাদারীপুরের শিবচরে আসেন কাউন্টার টেরোরিজম ইউনিটের ৭ সদ্যদের প্রতিনিধি দল। থানার সামনে খোলা মাঠে ঐ দিন গ্রেনেডটি ধ্বংস করেন তারা।

কালকিনিতে কৃষকের বসত ঘরে আগুন লেগে পুড়ে ছাই
মাদারীপুর প্রতিনিধি।

মাদারীপুরের কালকিনিতে মনছুর মৃধা (৫০) নামে একজন কৃষকের বসতঘরে আগুন লেগে পুড়ে ছাই হয়েছে। আগুনে প্রায় চার লক্ষাধীক টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি।

শনিবার (২ সেপ্টেম্বর) ভোরে কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের পশ্চিম আলীপুর গ্রামে এই আগুনের ঘটনা ঘটেছে।

ক্ষতিগ্রস্ত পরিবার, ফায়ার সার্ভিস ও স্থানীয় সুত্রে জানা গেছে, কৃষক মনছুর মৃধার রান্নাঘর থেকে প্রথমে আগুনের সুত্রপাত ঘটে। সেখান থেকে আগুন মুহূর্তের মধ্যে রান্নাঘরসহ বসতঘরে ছড়িয়ে পরে। ফায়ার সার্ভিস খবর পেয়ে ঘটনাস্থলে এসে স্থানীয় লোকজনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই কৃষকের বসতঘর ও রান্নাঘর পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত কৃষক মনছুর মৃধা কান্না জরিত কণ্ঠে বলেন, আগুনে আমার প্রায় ৪ লক্ষাধীক টাকার ক্ষতি হয়েছে। আমরা এখন কিভাবে বাঁচবো। কোথায় থাকবো। আমার সব শেষ হয়ে গেছে।

কালকিনি উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. খোকন বলেন, আমরা খবর পাবার সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছি। আশে পাশে অনেক বসতঘর ছিলো, একটু দেরি হলেই বড় ধরণের ক্ষতি হয়ে যেতো। তবে আগুন লাগার কারণ জানা যায়নি।

(এএসএ/এসপি/সেপ্টেম্বর ০২, ২০২৩)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test