E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নদ থেকে অবৈধভাবে বালু তোলায় ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

২০২৩ সেপ্টেম্বর ১২ ১৭:৪৩:৫৫
নদ থেকে অবৈধভাবে বালু তোলায় ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরে কালকিনিতে নদ থেকে অবৈধভাবে বালু তোলার জন্য একজন বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুুপুরে পুলিশের সহযোগিতায় অভিযান চালান কালকিনি উপজেলা নির্বাহী অফিসার পিংকি সাহা ও উপজেলা সহকারি কমিশনার ভূমি মো. কায়েসুর রহমান।

এদিকে প্রসাশনের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে অবৈধ বালু ব্যবসায়ীরা দ্রুত পালিয়ে যান। অভিযানে প্রায় দুই লাখ টাকার পাইপ ভেঙ্গে ফেলা হয়।

ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে, কালকিনি উপজেলার শিকারমঙ্গল ও আলীনগর ইউনিয়নের আড়িয়াল খা ও পারদী নদ থেকে স্থানীয় প্রভাবশালী মহল দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করে আসছেন। এ খবর পেয়ে ওইসব এলাকায় দুই ঘন্টাব্যাপী অভিযান চালিয়েছেন কালকিনি উপজেলা নির্বাহী অফিসার পিংকি সাহা ও উপজেলা সহকারি কমিশনার ভূমি মো. কায়েসুর রহমান। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শিকারমঙ্গল ইউনিয়নের একজন বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এদিকে প্রসাশনের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে অবৈধ বালু ব্যবসায়ীরা দ্রুত পালিয়ে যান।

কালকিনি উপজেলা নির্বাহী অফিসার পিংকি সাহা বলেন, খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে একজন বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা ও কিছু পাইপ ভেঙ্গে দেয়া হয়েছে। তবে এই অভিযান অব্যাহত থাকবে।

(এএসএ/এএস/সেপ্টেম্বর ১২, ২০২৩)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test