E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘যার যার অবস্থান থেকে মানুষের কল্যাণে কাজ করতে হবে’

২০২৩ সেপ্টেম্বর ২১ ২১:৫৭:১১
‘যার যার অবস্থান থেকে মানুষের কল্যাণে কাজ করতে হবে’

সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া : নেত্রকোণা জেলা প্রসাশক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শাহেদ পারভেজ বলেছেন, সমাজে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ আছে বলেই আমরা আছি। আমাদের কর্তব্য ও দায়িত্ববোধ আছে বলেই সমাজের বিভিন্ন মানুষ আমাদের কাছে আসা-যাওয়া করে। আমি জেলা প্রসাশনে আছি আমার কাছে প্রতিদিন বিভিন্ন সমস্যা নিয়ে সমাধানের লক্ষ্যে মানুষ আসে। আমার কাছে যেমন মানুষ আসে, তেমনি ইউএনও, কৃষি কর্মকর্তা, মৎস কর্মকর্তা, বীরমুক্তিযোদ্ধা, সাংবাদিক, ইউপি চেয়ারম্যানবৃন্দ ও রাজনৈতিক নেতৃবৃন্দের কাছেও মানুষ আসে বিভিন্ন সেবা নিতে।

তিনি বলেন, সেসব মানুষকে অবহেলা করলে চলবে না। যোগ্য ও সুবিধা বঞ্চিত মানুষের হক থেকে বঞ্চিত করা যাবে না। এই হক নষ্ট করলে শুধু ইহকালে না পরকালেও আদালতে বিচার হবে। নতুন প্রজন্মকে স্মার্র্ট বাংলাদেশ বিনিমার্ণে সুশিক্ষা গ্রহণ করে সামনের পথ চলতে হবে।

কেন্দুয়া উপজেলা প্রসাশন আয়োজিত সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড ও জনপ্রতিনিধি সরকারি ও বেসরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা শিক্ষক, সাংবাদিকসহ সর্বস্তরের মানুষের সাথে একমত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবেরী জালালের সভাপতিত্বে ও সহকারি কমিশনার (ভুমি) মো: রাজিব হোসনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: নুরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভুঞা, কেন্দুয়া পৌরসভা মেয়র মো: আসাদুল হক ভুঞা, মহিলা ভাইস চেয়ারম্যান শেলিনা বেগম সুমি, ওসি মো: আলি হোসেন পিপিএম, সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা মো: আজাহারুল আলম, বীরমুক্তিযোদ্ধা সাবেক কমন্ডার মো: বজলুর রহমান, ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মো: আজিজুল ইসলাম, শিক্ষক নেতা মুখলেছুর রহমান বাঙ্গালী এবং মানপত্র পাঠ করেন কেন্দুয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মা।

জেলা প্রসাশক আরো বলেন একটি জাতিকে সামনের দিকে নিতে হলে সেই জাতির শিক্ষা, সংস্কৃতিকে অনেক বেশি গুরুত্ব দিতে হবে। আমরা যে যে অবস্থানে আছিনা কেন প্রত্যোকেই শিক্ষা প্রতিষ্টানের দিকে গুরুত্ব সহকারে খেয়াল রাখবো। ছাত্র-ছাত্রীরা নিয়মিত স্কুলে আসা-যাওয়া করছে কিনা। মতবিনিময় সভায় কেন্দুয়া নেত্রকোণা সড়কের নিমার্ন কাজ দ্রুত গতিতে সম্পন্ন করার দাবি তোলা হয়।

(এসবি/এসপি/সেপ্টেম্বর ২১, ২০২৩)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test