E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শ্বশুরবাড়ির কাঁঠাল গাছ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

২০২৩ সেপ্টেম্বর ২৫ ১৮:০৭:৪৩
শ্বশুরবাড়ির কাঁঠাল গাছ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের শিবচরে শ্বশুরবাড়ির সামনের কাঁঠাল গাছ থেকে ঝুলন্ত অবস্থায় নাইম হোসেন সাইম মুন্সি (৩২) নামের এক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৫ সেপ্টেম্বর) সকালে শিবচর উপজেলার দক্ষিণ বহেরাতলা ইউনিয়নের সরকারেরচর গ্রামের শিকদার বাড়ি থেকে লাশ উদ্ধার করা হয়।

নিহত যুবক গাজীপুরের কাপাসিয়া উপজেলার উজানি এলাকার মো. মোরশেদ মুন্সীর ছেলে।

পুলিশ, পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে শিবচরের সরকারেরচর এলাকার মজিবর শিকদারের বাড়ির সামনে কাঁঠাল গাছের সাথে লাশ ঝুলতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠান।

মজিবর শিকদারের ছোট মেয়ে রুবিয়া আক্তার নিহত নাইমের দ্বিতীয় স্ত্রী। প্রথম বিয়ের কথা গোপণ রেখে দ্বিতীয় বিয়ে করেন রুবিয়াকে। প্রথম বিয়ের কথা জানাজানি হলে দ্বিতীয় স্ত্রীর চাপে প্রথম স্ত্রীকে তালাক দেন নাইম। এরপর তাদের সংসারে বিভিন্ন সময় কলহ লেগেই থাকতো। গত এক মাস ধরে বনিবনা না হওয়ায় স্বামীর সংসার ছেড়ে বাবার বাড়িতে চলে আসেন দ্বিতীয় স্ত্রী রুবিয়া। রবিবার রাত ১১টার দিকে ব্যবসায়ী নাইম তার শশুর বাড়ি শিবচরে বহেরাতলা দক্ষিণ ইউনিয়নের সরকারেরচর গ্রামে আসেন।

সোমবার সকালে বাড়ির সামনে কাঁঠাল গাছে লাশ ঝুলতে দেখে স্থানীয়রা চিৎকার করেন। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

স্ত্রী রুবিয়া আক্তার বলেন, রবিবার রাতে নাইম এসে আমাকে ফোন দেয়। ঘরের দরজা খুলতে বলে। আমি অভিমান করে দরজা খুলিনি। পরে সকালে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশ স্থানীয়রা দেখতে পান।

নিহতের মামা এমদাদ হোসেন বলেন, আমার ভাগ্নের সাথে দ্বিতীয় স্ত্রীর বিয়ের পর থেকেই ঝগড়া লেগে ছিল। রুবিয়া আমার ভাগ্নেকে সবসময় মানসিক যন্ত্রণা দিয়ে আসছিলো। আমার ভাগ্নের মৃত্যুর জন্য ওর স্ত্রীই দায়ী। আমরা এর সুষ্ঠু বিচার চাই।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার বলেন, শশুরবাড়ির সামনের কাঁঠাল গাছ থেকে নাইম নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

(এএসএ/এসপি/সেপ্টেম্বর ২৫, ২০২৩)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test