E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাঙামাটিতে বিশ্ব পর্যটন দিবস উদযাপন

২০২৩ সেপ্টেম্বর ২৭ ১৮:৩১:৩৯
রাঙামাটিতে বিশ্ব পর্যটন দিবস উদযাপন

রিপন মারমা, রাঙ্গামাটি : বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যে দিয়ে রাঙামাটিতে বিশ্ব পর্যটন দিবস পালন করা হয়েছে।

বুধবার (২৭ সেপ্টেম্বর) সকালে দিবসটি উপলক্ষ্যে জেলা পরিষদ ও জেলা প্রশাসনের যৌথ আয়োজনে রাঙামাটি কুমার সুমিত রায় জিমনেসিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি বলেন, রাঙামাটির পর্যটন সম্ভবনাকে কাজে লাগাতে পারলে এখানকার অর্থনীতি যেমন সমৃদ্ধশালী হবে তেমনি দেশের রাজস্বখাত লাভবান হবে।

জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা মোহা. আশরাফুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান, পুলিশ সুপার মীর আবু তৌহিদ এবং বিশ্ব পর্যটন দিবস উদযাপন কমিটির আহবায়ক নিউচিং মারমা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, রাঙামাটি পর্যটন করপোরেশনের ম্যানেজার অলোক বিকাশ চাকমা, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা নূর উদ্দীন মো. সিবলী রোমান। ট্যুরিজমের উপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম এন্ড হসপিটালিটি বিভাগের চেয়ারম্যান খোকেনশর ত্রিপুরা।

এদিকে দিবসটি উপলক্ষ্যে জিমনেসিয়াম প্রাঙ্গনে রাঙামাটির ইতিহাসে প্রথম চারদিনব্যাপী পর্যটন মেলা বসেছে। আনুষ্ঠানিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে মেলার সমাপ্তি ঘটবে ৩০ সেপ্টেম্বর বিকেল পর্যন্ত এর আগে তিনি বেলুন ও পায়রা উড়িয়ে পর্যটন মেলার উদ্বোধন করেন।

(আরএম/এসপি/সেপ্টেম্বর ২৭, ২০২৩)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test