E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নেত্রকোনা-৩ আসনে তৃণমূলের মাঠ গোছাতে ব্যস্ত আওয়ামী লীগ, বসে নেই স্বতন্ত্র প্রার্থীরাও

২০২৩ ডিসেম্বর ১০ ১৯:৫৬:২৭
নেত্রকোনা-৩ আসনে তৃণমূলের মাঠ গোছাতে ব্যস্ত আওয়ামী লীগ, বসে নেই স্বতন্ত্র প্রার্থীরাও

সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া : ১৫৯ নেত্রকোনা-৩ আসনে (আটপাড়া কেন্দুয়া নির্বাচনী এলাকায় তৃণমূলের মাঠ গোছাতে দিনরাত ব্যস্ত আওয়ামীলীগ)। কেন্দুয়া ও আটপাড়া উপজেলার ২০টি ইউনিয়ন আওয়ামীলীগ নেতাকর্মীদের নিয়ে গঠন করা হচ্ছে নির্বাচন পরিচালনা কমিটি ও কেন্দ্র কমিটি।

প্রতিটি ইউনিয়নে একদিনে দুটি করে তৃণমূল নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় সভা করছেন, আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বাংলাদেশ আওয়ামীলীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক সাবেক এমপি অসীম কুমার উকিল। একই সাথে আটপাড়া উপজেলায় তৃণমূল নেতাকর্মীদের সাথে প্রতিদিন মতবিনিময় করছেন বাংলাদেশ আওয়ামীলীগ আন্তর্জাতিক বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির অন্যতম সদস্য সংরক্ষিত আসনের সাবেক এমপি অধ্যাপক অপু উকিল। তাদের সাথে মতবিনিময় সভায় যোগ দিচ্ছেন কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূঞা, আটপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী মো: খায়রুল ইসলাম, কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র আসাদুল হক ভূঞা ও আটপাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পদক ইউপি চেয়ারম্যান ফেরদৌস রানা আঞ্জু। এছাড়াও তাদের সাথে থাকছেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সম্পাদক মন্ডলীর সদস্যসহ ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সাধারণ সম্পাদক এবং কেন্দ্র কমিটির সদস্যরা।

প্রতিটি মতবিনিময় সভায় অসীম কুমার উকিল ও অধ্যাপক অপু উকিল বলছেন নৌকা মার্কায় আপনার একটি ভোট দেশের উন্নয়নকে অনেক গতিশীল করবে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রীর আসনে বসাতেই সকলে মিলেই নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন। এই মতবিনিময় সভার ফলে মাঠে নৌকা মার্কার প্রার্থীর বিপক্ষে নানা অপপ্রচার থাকলেও তৃণমূল নেতাকর্মীরা নৌকা মার্কার পক্ষে উজ্জীবিত হচ্ছেন। তৃণমূল নেতাকর্মীরা স্বতন্ত্র না নৌকা এ বিষয় নিয়ে নির্বাচনী মাঠে নানা মতপার্থক্য থাকলেও সব শেষে আবার আলোচনা একটাই আসছে নৌকা যার আমরা তার। নৌকা মার্কায় ভোট দিয়েই নৌকার প্রার্থীকে বিজয়ী করে আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীর আসেন বসাতে হবে।

অপর দিকে নেত্রকোনা-৩ আসনে নৌকা প্রতীক নিয়ে নবম জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সাবেক এমপি মঞ্জুর কাদের কোরাইশী ও দশম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সাবেক এমপি শিল্পপতি ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু তাদের মতো করে নির্বাচনী এলাকায় উঠোন বৈঠক ও বিভিন্ন বাজারে গণসংযোগে নেমেছেন। বসে নেই তারাও। তাদের বিজয় নিশ্চিত করতে তারাও দৌঁড়ঝাঁপ করছেন। তবে স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি মঞ্জুর কাদের কোরাইশীর সাথে জানতে চাইলে তিনি বলেন, দলের নেতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। সেই বিষয়টি মাথায় নিয়েই মনোনয়নপত্র জমা দিয়েছি। এখন যদি দলের হাই কমান্ড থেকে আবার নির্দেশ আসে নৌকার বিপক্ষে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করা যাবে না সেক্ষেত্রে দলের সিদ্ধান্তকে চ‚ড়ান্ত সিদ্ধান্ত হিসেবে মাথায় তুলে নেবো। আর যদি সিদ্ধান্ত না আসে তাহলে নির্বাচন করেই যাবো।

(এসবিএস/এএস/ডিসেম্বর ১০, ২০২৩)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test