E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘যারা দিনে আওয়ামী লীগ রাতে বিএনপি করে তাদের থেকে দূরে থাকুন’

২০২৩ ডিসেম্বর ১১ ২০:১২:৪৭
‘যারা দিনে আওয়ামী লীগ রাতে বিএনপি করে তাদের থেকে দূরে থাকুন’

সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া : নেত্রকোনা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট শামছুরহমান লিটন বলেছেন, যারা আদর্শগতভাবে বিএনপি করে তাদের সাথে কোন কথা নেই, তারাতো বিএনপি-ই করেন। কিন্তু আমার পরিষ্কার কাথা হলো, যারা দিনের বেলায় আওয়ামীলীগ করে এবং রাতের বেলায় বিএনপি করে তাদের সাথে আড্ডা জমিয়ে আওয়ামীলীগ তথা নৌকার বিরুদ্ধে ষড়যন্ত্র করেন তাদের কাছ থেকে অনেক দূরে থাকুন। তারা  যেমন নিজের সর্বনাশ করে তেমনি দল, দেশ ও জাতির সর্বনাশ করে। তারা শুধু সুবিধা নিতেই এমপি হতেই কিংবা উপজেলা চেয়ারম্যান হতেই এলাকায় এসে টাকার বাহাদুরি করে বাণিজ্য করার জন্য নির্বাচন করেন। সারা বছর দলের বা দলের কোন নেতাকর্মীর সম্পর্কে ভুলেও খোঁজ খবর নেন না। তাদের সার্থ হলেই তারা প্রয়োজনে সবকিছুই করতে পারেন।

এডভোকেট শামছুরহমান লিটন বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা অনেক যাচাই-বাচাই করে তথ্য নিয়ে আপনাদের সান্দিকোনার মাটির সন্তান বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আওয়ামীলীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিলকে দ্বিতীয় বারের মতো নৌকা প্রতীক তুলে দিয়েছেন। এই সান্দিকোনার অসীম কুমার উকিল ও তার সহধর্মীনি অপু উকিলের নাম বাংলাদেশের যেকোন প্রান্তে গিয়ে বলবেন আমি অসীম ও অপু উকিলের লোক, দেখবেন সেখানে তারা আপনাকে অনেক সম্মান করবেন। তাই নেত্রকোনা জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে আমাদের নেতা আপনাদের সান্দিকোনার মাটির সন্তান অসীম কুমার উকিলকে নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করুন। আপনারা পেতে পারেন প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বড় মন্ত্রণালয়ের একজন মন্ত্রী। তখন আপনাদের সকল প্রকার সমস্যা ও উন্নয়ন বাস্তবায়ন হবে।

সান্দিকোনা ইউনিয়ন আওয়মীলীগ আয়োজিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলামের সভাপতিত্বে ওই সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অসীম কুমার উকিল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নেত্রকোনা পৌরসভার মেয়র মো: নজরুল ইসলাম সহ জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগের নেতারা।

(এসবিএস/এএস/ডিসেম্বর ১১, ২০২৩)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test