E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘মন্দের বিপরীতে ভালো কাজের পক্ষে থাকবো’

২০২৩ ডিসেম্বর ১৪ ২০:২৩:৪৯
‘মন্দের বিপরীতে ভালো কাজের পক্ষে থাকবো’

সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া : নবাগত কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার মো: সেলিম মিঞা বলেছেন, সব সময়ই মন্দের বিপরীতে এবং ভালো কাজের পক্ষে আমার অবস্থান থাকবে। সকলকে নিয়ে একটি সুন্দর ও মানবিক কেন্দুয়া গড়ে তুলতে সহযোগিতা চাই। নবাগত উপজেলা নির্বাহী অফিসারের সাথে জনপ্রতিনিধি, সরকারি বেসরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও গণ্যমান্যব্যক্তিবর্গের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। মো: সেলিম মিঞা আরো বলেন, সংস্কৃতিতে ভরপুর নেত্রকোনার কেন্দুয়া। এই সংস্কৃতিকে লালন-পালনের মধ্য দিয়ে কেন্দুয়াকে এগিয়ে নিতে হবে। এই জন্য প্রয়োজন সকল শ্রেণির পেশার মানুষের আন্তরিক সহযোগীতা।

কেন্দুয়া উপজেলা প্রশাসন আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ইউএনও মো: সেলিম মিঞার সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান সাহিত্যিক ও গীতিকার মো: নূরুল ইসলাম। আরো বক্তব্য রাখেন সহাকারী কমিশনা (ভ‚মি) মো: রাজিব হোসেন, কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভুঞা, পৌর মেয়র ও কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: আসাদুল হক ভ‚ঞা, কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মো: এনামুল হক, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা বেগম সুমি, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো: গোলাম জিলানী, মাসকা ইউপি চেয়ারম্যান আব্দুস ছালাম বাঙালী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সমকাল সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মা, বেতার ও টিভিশিল্পী প্রদীপ পন্ডিত, কেন্দুয়া প্রেসক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক দিলবাহার খান ও উপজেলা সমবায় কর্মকর্তা কামরুজ্জামান চৌধুরী প্রমুখ।

(এসবিএস/এএস/ডিসেম্বর ১৪, ২০২৩)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test