E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নেত্রকোনা-৩ আসনে নৌকা ঠেকাতে ট্রাক বেপরোয়া

২০২৩ ডিসেম্বর ৩০ ১৮:১১:০৯
নেত্রকোনা-৩ আসনে নৌকা ঠেকাতে ট্রাক বেপরোয়া

কেন্দুয়া প্রতিনিধি : সাংগঠনিকভাবে প্রচার প্রচারনায় অনেক এগিয়ে থাকলেও নৌকার বিজয় ঠেকাতে ট্রাক বেপরোয়া। নেত্রকোনা-৩ কেন্দুয়া-আটপাড়া নির্বাচনী এলাকায় আওয়ামীলীগ মনোনীত প্রার্থী অসীম কুমার উকিল এমপির সাথে ভোট যুদ্ধে নেমেছেন সাবেক এই আসনের নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচনে নৌকা নিয়ে বিজয়ী সাবেক এমপি মঞ্জুর কাদের কোরাইশী (ঈগল পাখি) ও শিল্পপ্রতি ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু (ট্রাক)।

অসীম কুমার উকিলের জন্মস্থান কেন্দুয়া উপজেলার সান্দিকোনা গ্রামে। আবার ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টুর জন্মস্থান কেন্দুয়া উজেলার বলাইশিমুল ইউনিয়ন কচন্দারা গ্রামে। তবে মঞ্জুর কাদের কোরাইশী আটপাড়া উপজেলার বাসিন্দা। অসীম কুমার উকিল একাদশ জাতীয় নির্বাচনে নৌকার নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে বিএনপির ডা: রফিকুল ইসলাম হিলালীর ধানের শীষ প্রতীককে পরাজিত করে বিপুল ভোটে ব্যবধানে জয়লাভ করেন।

মঞ্জুর কাদের কোরাইশীও নবম জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে ধানের শীষে প্রার্থী ডা: রফিকুল ইসলাম হিলালীকে পরজিত করে এমপি নির্বাচিত হন। তার জনপ্রিয়তা থাকলেও ৫ বছর দায়িত্ব পালনকালীন সময়ে স্কুল কলেজের শিক্ষক নিয়োগ নিয়ে অনিয়মের প্রশ্ন উঠে। টাকা ছাড়া কোন নিয়োগেই দেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে। যে কারণে দশম জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন দেওয়া হয় কেন্দুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টুকে। তিনি নৌকা নিয়ে লাঙ্গনের সাথে লড়াই করে বিজয়ী হন।

অভিযোগ রয়েছে ৫ বছর দায়িত্ব পালনকালীন সময়ে উপজেলা আওয়ামীলীগ নেতাকর্মীদের সাথে তেমন একটা যোগাযোগ রাখেননি। তাছাড়া উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোঃ আসাদুল হক ভূঞা নির্বাচনে পরাজয় বরণ করেন। নির্বাচনে বিজয়ী হয়েছিলেন বিএনপির মোঃ দেলোয়ার হোসেন ভূঞা। আওয়ামীলীগ প্রার্থী পরাজয়ের জন্য তৎকালীন এমপি ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টুর গাড়েই দোষ চাপানো হয়। যার ফলে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তাকে মনোনয়ন না দিয়ে মনোনয়ন দেওয়া হয় বাংলাদেশ আওয়ামীলীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিলকে।

অভিযোগ রয়েছে তিনি ৫ বছর দায়িত্ব পালনকালে জনগনের সাথে তেমন সম্পর্ক গড়ে তুলতে পারেননি। তবে দলকে শক্তিশালী কাঠামোতে দ্বার করিয়েছেন এবং তার বিরুদ্ধে কোন অনিয়ম দুর্নীতির অভিযোগ নেই। যার কারণে জাতীয় সংসদ নির্বাচনে দ্বিতীয় বারের মতো তিনি মনোনয়ন পান। নির্বাচনী মাঠে অসীম কুমার উকিলের সাংগঠনিকভাবে প্রচার প্রচারনায় অনেক এগিয়ে রয়েছে। তবে নৌকা প্রতীকের বিজয় ঠেকাতে জোট বেধে মাঠে নেমেছেন সাবেক কয়েকজন ইউপি চেয়ারম্যান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবং দলকা ইউনিয়নের নৌকা প্রতীকের ইউপি চেয়ারম্যান মোঃ শাহীন মিয়া। তারা সকলেই ঐক্য জোট।

নির্বাচনী প্রচারনায় বিভিন্ন পথসভা সমাবেশে অসীম কুমার উকিলের বিরুদ্ধে অপপ্রচার, আঞ্চলিক ইস্যু ও সাম্প্রদায়িক ইস্যুটিও সামনে তুলে ধরছেন। যার ফলে সাধারণ মানুষ আস্তে আস্তে ট্রাকের দিকে ঝুকে পরছে। তবে আওয়ামীলীগ মনোনীত প্রাথী অসীম কুমার উকিল বলেন, নৌকার বিরুদ্ধে কারা নানা প্রকার ষড়যন্ত্র করছে। কালো টাকার চুরির ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টুর কর্মী সমর্থকরা আওয়ামীলীগ নেতাকর্মীসহ সাধারণকে বিভ্রান্ত করছে। তিনি বলেন, সম্প্রদায়িক ইস্যু তুলে কোন লাভ হবে না। কারণ বাংলাদেশ আওয়ামীলীগ ও আওয়ামীগ নেতা সারা বিশ্বে প্রসংশিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসম্প্রদায়িক চেতনার অধিকারী।

তবে তিনি মঞ্জুর কাদের কোরাইশী ও ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টুকে নৌকার কর্মী সমর্থকদের বিভ্রান্ত না করে নৌকায় উঠার আহ্বান জানাচ্ছে। তবে মনোনয়ন বঞ্চিত এডভোকেট আব্দুল মতিন নৌকার পক্ষে কোমর বেধে মাঠে নেমেছেন।

(এসবি/এসপি/ডিসেম্বর ৩০, ২০২৩)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test