E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পত্রিকায় সংবাদ প্রকাশের পর বানা তৈরির কারিগরদের পাশে ইউএনও

২০২৪ মার্চ ৩০ ১৪:৩১:৫০
পত্রিকায় সংবাদ প্রকাশের পর বানা তৈরির কারিগরদের পাশে ইউএনও

আবু নাসের হুসাইন, সালথা : ফরিদপুরের সালথায় বাঁশের বানা তৈরি করে চলে সংসার"  শিরোনামে  বিভিন্ন পত্রিকায় নিউজ প্রচারিত হওয়ার পর কারিগরদের খোঁজখবর নিতে ছুটে গেলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আনিছুর রহমান বালী ।

শনিবার দুপুর ১২ টায় উপজেলার গট্টি ইউনিয়নের দরগাহ গট্টি মালো পাড়ায় ছুটে যান ইউএনও। এসময় তিনি পেঁয়াজ সংরক্ষনের কাজে ব্যবহৃত বাঁশের বানা তৈরির কারিগর, অসহায় জেলে সম্প্রদায় পরিবারের লোকজনের সাথে কথা বলেন। তাদের সব ধরনের খোঁজখবর নেন এ কর্মকর্তা।

এদিকে নিউজ প্রচারের পর দ্বিগুণ বেড়ে যায় বানার দাম। নিউজ দেখে দেশের বিভিন্ন জেলা থেকে পেঁয়াজ চাষিরা বানা নিতে ছুটে আসেন সালথার দরগাহ গট্টি গ্রামে। দাম বাড়াতে কারিগরদের আর লোকসান গুণতে হবে না। স্বস্তি ফিরে এসেছে কারিগরদের মাঝে।

সালথা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিছুর রহমান বালী বলেন, পত্রিকায় সংবাদ প্রকাশের পর পেঁয়াজ সংরক্ষনের বানা তৈরির ছোট ছোট কারিগরদের খোঁজখবর নিতে গট্টিতে গিয়েছিলাম। জেলা প্রশাসক স্যারের সাথে আলোচনা করে বানা তৈরি করা জেলেদের মাঝে সরকারীভাবে অনুদান দেওয়া হবে।

(এএনএইচ/এএস/মার্চ ৩০, ২০২৪)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test